সরকারী চাকরী

FCI Recruitment 2024: অষ্টম শ্রেণী পাশে দুয়ারী সরকার প্রকল্পে কর্মী নিয়োগ!

FCI Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

FCI Recruitment 2024: পশ্চিমবঙ্গের যে সকল অষ্টম শ্রেণী পাস করা প্রার্থীরা চাকরির খোঁজ করছে তাদের জন্য এটি একটি বড় সুখবর। বর্তমানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে কয়েকটি বিশেষ পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল আগ্রহী চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চাও তাড়াতাড়ি আবেদন করতে পারো।

এখানে আবেদন করতে হলে কি কি ডকুমেন্ট লাগবে? শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? বেতন কত থাকবে? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে।

সরকারি চাকরি: WB Data Entry Operator Recruitment 2024 : ব্লকে ও জেলায় Data Entry Operator পদে কর্মী নিয়োগ

FCI Recruitment 2024: অষ্টম শ্রেণী পাশে দুয়ারী সরকার প্রকল্পে কর্মী নিয়োগ

পদের নাম:- এখানে আলাদা আলাদা বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই পদ গুলি হল-

  • ম্যানেজার
  • জুনিয়র ইঞ্জিনিয়ার
  • টাইপিস্ট
  • ওয়াচম্যান
  • ট্রেনোগ্রাফার গ্রেড II
  • সহকারি গ্রেড II

বয়সসীমা ( Age Limit)

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষথেকে প্রকাশিত পদগুলোতে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছরের নিম্নে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational qualification)

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত একটি সকল চাকরি প্রার্থী এখানে চাকরির জন্য আবেদন করবেন তাদের সরকারি অনুমোদিত যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে। এছাড়া কলেজ অথবা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি, হিন্দি ভাষায় ডিগ্রি, স্নাতক ডিগ্রি ও ডিপ্লোমা।

স্কলারশিপ: WB Medhashree Scholarship 2024: মেধাশ্রী প্রকল্পে ছাত্র ছাত্রীদের একাউন্টে ৮০০টাকা দেওয়া শুরু! কারা পাবে দেখুন

আবেদন পদ্ধতি (FCI Recruitment 2024 Apply Prosess)

যে সকল ইচ্ছুক চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে চায় তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। নিচে দেয়া পদ্ধতি গুলি অবলম্বন করলে সহজেই আবেদন করতে পারবে।

  • প্রথমে FCI এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন (www.recruitmentfci.in)
  • তারপর আবেদন লিংকে ক্লিক করে আগ্রহী প্রার্থীর নাম, ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্য গুলো অনলাইনের মাধ্যমে নথিভুক্ত করবেন।
  • তারপর প্রয়োজনীয় নথিপত্র গুলো স্ক্যান করে আপলোড করবেন।
  • তারপর সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে দিবেন।

নিয়োগ প্রক্রিয়া (FCI Recruitment 2024 Selection Process)

আগ্রহী প্রার্থীদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষথেকে প্রকাশিত পদগুলোতে যে পদ্ধতিতে চাকরির জন্য নির্বাচিত করা হবে তার সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হল-

  • আগ্রহীদের এখানে প্রথমে ২০০ নম্বরের প্রিলিমিনারী পরীক্ষা নেওয়া হবে ৪ টি ভাগে, যেমন- যুক্তির ক্ষমতা, ইংরেজি ভাষা, সংখ্যাগত যোগ্যতা ও সাধারণ অধ্যয়ন পরীক্ষা।
  • এরপর ১২০ নম্বরের মেইন পরীক্ষা নেওয়া হবে ৪ টি পেপারে। পেপার ১,২,৩ ও ৪। এখানে আগ্রহী প্রার্থীরা সময় পাবে মাত্র ৯০ মিনিট।

নতুন খবর: WB Krishak Bandhu Online Appy 2024: কৃষক বন্ধু অনলাইনে আবেদন শুরু হল, আবেদন পদ্ধতি

গুরুত্বপূর্ণ লিংক

আবেদন লিঙ্কApply Online
অফিসিয়াল ওয়েবসাইটwww.recruitmentfci.in
সরকারি চাকরির খবরClick Here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update