সরকারী চাকরী

পাঞ্জাব ব্যাংকে কর্মী নিয়োগ শুরু, আবেদন করুন, PNB Bank New Recruitment 2024

PNB Bank New Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

PNB Bank New Recruitment 2024: রাজ্যের সকল বেকার যুবক যুবতীদের জন্য সুখবর। যারা দীর্ঘ দিন ধরে ব্যাংকের চাকরির স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। বর্তমানে PNB ব্যাংকের পক্ষথেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে।

আগ্রহী প্রার্থীরা এখানে কিভাবে আবেদন করবে? কি কি ডকুমেন্ট লাগবে? বেতন সীমা কত থাকবে? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে।

নতুন আপডেট: WB Krishak Bandhu Online Appy 2024: কৃষক বন্ধু অনলাইনে আবেদন শুরু হল, আবেদন পদ্ধতি

পাঞ্জাব ব্যাংকে কর্মী নিয়োগ শুরু, আবেদন করুন, PNB Bank New Recruitment 2024

পদের নাম: এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। পদগুলি হলো – Firewall Security Specialist,SOC Analyst and Incident Response Analyst,SOC Manager,Network Security Specialist,Endpoint security Engineer

মোট শূন্য পদ: PNB ব্যাংকে মোট ১৮টি শূন্য পদে নিয়োগ করা হবে।

বেতন সীমা

যে সকল চাকরিপ্রার্থী এখানে আবেদন করার পর চাকরিতে নিযুক্ত হবে তাদেরকে পদ অনুযায়ী বেতন কাঠামো রাখা হয়েছে। বেতন সীমা নিয়ে বিস্তারিত জানার জন্য নিম্নে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেবেন।

PNB শিক্ষাগত যোগ্যতা

উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপিউটার বিজ্ঞান, BE / B.Tech ইত্যাদী ডিগ্রি সম্পন্ন করা থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।

নতুন চাকরির খবর: WB Hostel Staff Job Recruitment 2024: হোস্টেল স্টাফ পদে কর্মী নিয়োগ

PNB বয়স সীমা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ০১/০৭/২০২৪ অনুযায়ী ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

কিভাবে আবেদন করবে

এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এ ছাড়া আরও বিষয় বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদের এখানে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নাম্বার ও তার সঙ্গে ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

আরও পড়ুন: WB Utkarsh Bangla Job Recruitment 2024: রাজ্যে উৎকর্ষ বাংলায় নতুন চাকরি

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যা শেষ হবে আগামী ১৯/০৮/২০২৪। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারে।

গুরুত্বপূর্ণ লিংক

Official WebsiteView Now
Official PDF LinkDownload

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Prabir

আমার নাম প্রবীর। আমি Wbexamalert এর এডমিন এবং সকল writing এর দেখাশোনা করি। স্কুল-কলেজ, চাকরি, স্কলারশিপ সমস্ত বিষয়ে পোস্ট লিখি। এছাড়াও আমি একজন Wordpress Developer ও SEO Expert.

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update