District Court Job Apply Process 2024: পশ্চিমবঙ্গে সকল চাকরি প্রার্থীদের জন্য রইল নতুন খুশির খবর। সাম্প্রতিক জেলা আদালতের পক্ষথেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
এক নজরে >>
এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? কিভাবে আবেদন করবে? বেতন সীমা কত থাকবে? সকল বিষয় বিস্তারিত আবেদন থাকবে এই প্রতিবেদনে।
নতুন আপডেট: WB Krishak Bandhu Online Appy 2024: কৃষক বন্ধু অনলাইনে আবেদন শুরু হল, আবেদন পদ্ধতি
District Court Job Apply Process 2024: জেলা আদালতে নতুন কর্মী নিয়োগ
পদের নাম: এখানে একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে তাই প্রতিটি পদের নাম নিম্নে উল্লেখ করা হয়েছে।
- UDC (Group B)
- LDC (Group C)
- English Stenographer
- Process Server
- Group -D
সংস্থার নাম: District Court এর পক্ষথেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
নতুন চাকরি: WB Data Entry Operator Recruitment 2024 : ব্লকে ও জেলায় Data Entry Operator পদে কর্মী নিয়োগ
বেতন সীমা
যে সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করবে বয়স থাকতে হবে ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। SC,ST,OBC চাকরি প্রার্থীদেরযেভাবে বয়সে ছাড় থাকে সেভাবে ছাড় দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification District Court job)
প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে। তাই আপনাদের সুবিধার জন্য এই প্রতিবেদনের নিচে বিজ্ঞপ্তি লিংক দেওয়া হয়েছে ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য দেখে নিন কোন পদে কি যোগ্যতা রয়েছে।
আরও পড়ুন: WB Utkarsh Bangla Job Recruitment 2024: রাজ্যে উৎকর্ষ বাংলায় নতুন চাকরি
কিভাবে আবেদন করবে
চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে। এই প্রতিবেদনের নিচে এপ্লাই লিংক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে সরাসরি চাকরিপ্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবেন। এছাড়া নিচে দেওয়া স্টেপ গুলি অনুসরণ করে সহজেই আবেদন করতে পারবে।
- প্রথমে অফিসিয়াল সাইটে প্রবেশ (https://www.uttardinajpurcourtrecruitment2024.in/user/signup.php) করে সাইনআপ করে নিতে হবে।
- এরপরে Application ID ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- তারপর নিজের যাবতীয় ডকুমেন্ট দিয়ে আবেদন সম্পূর্ণ করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
- প্রয়োজনে আবেদন পত্রের প্রিন্ট আউট নিয়ে রাখবে পরবর্তীতে কাজে লাগবে।
আবেদন শেষ তারিখ – আগামী ১৫/০৮/২০২৪ তারিখ পর্যন্ত চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে জেলা আদালতে বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন।
স্কলারশিপ: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা
গুরুত্তপূর্ণ লিংক
Notification | Download |
Apply Link | Click Here |
নতুন চাকরি খবর | Click Here |