সরকারী চাকরী

উচ্চ মাধ্যমিক পাশে ICICI ব্যাংকে চাকরি,বেতন, ICICI Bank Recruitment in West Bengal

ICICI Bank Recruitment in West Bengal
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ICICI Bank Recruitment in West Bengal: রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য সুখবর। যেসকল চাকরি প্রার্থীরা ব্যাংকের চাকরির অপেক্ষায় ছিল তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। চলতি বছরে ICICI ব্যাংকের পক্ষথেকে জেলা ভিত্তিক নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ করা হবে।

যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবে তাদের কি কি ডকুমেন্ট লাগবে? কিভাবে আবেদন করবে? বেতন সীমা কত থাকবে? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে।

নতুন চাকরি: WB SDO অফিসে কর্মী নিয়োগ, বেতন, WB SDO Job Recruitment 2024

ICICI Bank Recruitment in West Bengal: উচ্চ মাধ্যমিক পাশে ICICI ব্যাংকে চাকরি

পদের নাম: এখানে নতুন করে ডাটা এন্ট্রি ম্যানেজার, ব্যাক অফিস ম্যানেজার, ব্যাক অফিস অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি আরও বিভিন্ন পদে আবেদন করতে পারবেন।

সংস্থার নাম: ICICI ব্যাংকের পক্ষথেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বেতন সীমা: আবেদনকারী তাঁর নাম নথিভুক্তের পর চাকরি পেলে তাকে শুরুতে প্রতিমাসে ১৫২০০/- টাকা ও পরে ২১৫০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে।

ICICI Bank Recruitment in West Bengal Eligibility: উচ্চ মাধ্যমিক পাশে ICICI ব্যাংকে চাকরি

বয়স সীমা: সকল চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৩ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী যেমন বয়সের ছাড় থাকে তেমনি ছাড় থাকবে।

স্কলারশিপ: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা

শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য আবেদনকারীকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং কোনরকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন নথিভুক্ত করতে পারবেন।

How to apply for the ICICI Bank recruitment in West Bengal: কিভাবে আবেদন করবে

নিয়োগ প্রক্রিয়া: সকল চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষার ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে ও ডকুমেন্ট ভেরিফিকেশন করে চাকরিপ্রার্থীদের সরাসরি প্রাইভেট ব্যাংকে নিযুক্ত করা হবে। সুবর্ণ সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের জন্য।

নতুন খবর: ১১০০০ টাকা বেতনে নতুন কর্মী নিয়োগ,WB Land Office DEO Recruitment 2024

আবেদন পদ্ধতি: আবেদন করতে পারবেন এখানে দুটি ধাপে। প্রথমত অনলাইন অথবা অফলাইনে আবেদন করার জন্য নিম্নে ফোন নম্বর ও ইমেইল আইডি উল্লেখ করা হয়েছে সেখানে সরাসরি যোগাযোগ করে আবেদন নথিভুক্ত করতে পারবেন।

E-mail I’d – [email protected]
Mobile No – 9932963523/8910061489

ইন্টারভিউ শুরু: সকল চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে সকাল 10টা থেকে দুপুর 1 টা পর্যন্ত। নির্দিষ্ট সময়ের আগে প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে নিয়ে পৌঁছাতে হবে ইন্টারভিউর স্থানে। ইন্টারভিউ কবে কোথায় হবে সে বিষয়ে মোবাইল নম্বরে ফোন করে জেনে নিতে পারেন।

মনে রেখো, চাকরির তথ্যগুলি ওয়েবসাইটে পাওয়া অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আবেদন করার আগে সম্পূর্ণ তথ্য যাচাই করে নিজের দায়িত্বে আবেদন করবেন। এবং এখানে কোনরকম টাকা পয়সা চেয়ে থাকলে আবেদন করবেন না।

মাধ্যমিক মক টেস্ট: মাধ্যমিক ইতিহাসের Mock Test অধ্যায় ৪ পার্ট ১ ( Madhyamik history Chapter 1 Mock Test Part 1 )

গুরুত্বপূর্ণ লিংক

Online ApplyClick Here
নতুন চাকরি খবরClick Here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Prabir

আমার নাম প্রবীর। আমি Wbexamalert এর এডমিন এবং সকল writing এর দেখাশোনা করি। স্কুল-কলেজ, চাকরি, স্কলারশিপ সমস্ত বিষয়ে পোস্ট লিখি। এছাড়াও আমি একজন Wordpress Developer ও SEO Expert.

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update