WB BSK Job Recruitment 2024: রাজ্যের সকল চাকরি-প্রার্থীদের জন্য রইল আরোও একটি বড় সুখবর। বাংলা সহায়তা কেন্দ্রে নতুন করে ১৪৩১টি BSK সেন্টার চালু করতে চলেছে। বর্তমানে প্রায় সাড়ে তিন হাজার BSK সেন্টার রয়েছে পশ্চিমবঙ্গে। আবারো নতুন করে ১৪৩১ টি BSK সেন্টার তৈরি করা হবে।
এক নজরে >>
এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? শিক্ষাগত যোগ্যতা কত দরকার? কিভাবে আবেদন করবে? সমস্ত কিছু বিস্তারিত থাকবে এই প্রতিবেদনে।
চাকরির খবর: WB Gram Panchayat Recruitment 2024: ৬,৬৫২ শুন্যপদে গ্রাম পঞ্চায়েতে ফর্ম ফিলাপ শুরু হল! এইভাবে আবেদন করুন
WB BSK Job Recruitment 2024
রাজ্যে আবারো নতুন করে ১৪৩১ টি বি এস কে চালু হচ্ছে পৌরসভার সম্পত্তি কর দেওয়ার সুবিধা উল্লেখ করা হয়েছে। খুব শীঘ্রই অনলাইনে আবেদন শুরু হবে বি এস কে সেন্টারে নতুন লোক নেওয়ার জন্য।গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে সেখানে অনেক বেকার যুবক-যুবতী চাকরি করছেন কিন্তু কিছু কিছু জায়গায় আবারও নতুন করে বাংলা সহায়তা কেন্দ্র চালু হচ্ছে।
WB BSK Job Recruitment 2024 Details: রাজ্যে সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ শুরু
মোট শূন্যপদ – ২৮৬২টি।
কোন জেলায় কতগুলি বিএসকে সেন্টার চালু হবে সে বিষয়ে জানিয়ে দিয়েছে –
১) দক্ষিণ 24 পরগনায় ১৫৯টি বিএসকে সেন্টার নতুন করে চালু করা হবে।
২) পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় একশোর বেশি বিএসকে সেন্টার নতুন করে চালু হচ্ছে।
বেতন সীমা: যে সকল চাকরি প্রার্থীরা এই সহায়তা কেন্দ্রে চাকরি পাবে তাদেরকে শুরুতে ১৩ হাজার টাকা বেতন দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য সুবিধাও থাকবে।
WB BSK Job Recruitment 2024 Eligibility criteria: কি কি থাকতে হবে
বয়স সীমা: চাকরির প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হল তবেই বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন করতে পারবে।
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটারের দক্ষতা থাকা প্রয়োজন।
নতুন খবর: WB Primary Job Recruitment 2024: মাধ্যমিক পাশে প্রাইমারি স্কুলে চাকরি, আবেদন পদ্ধতি দেখুন
How to apply for the WB BSK Job Recruitment 2024 (কিভাবে আবেদন করবে)
আবেদন পদ্ধতি: চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ online এর মাধ্যমে। আমরা প্রত্যেকেই জানি বাংলা সহ তা কেন্দ্রে আবেদন করা হয়েছিল ওয়েবেলের ওয়েবসাইট থেকে। নতুন করে আবেদন শুরু হয়ে গেলে আপনারা ওয়েবেলের ওয়েবসাইট থেকে অনলাইনে মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে।
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল সাইট | Click Here |
নতুন চাকরি খবর | Click Here |