সরকারী চাকরী

Paschim Bardhaman District Court Recruitment 2024: মাধ্যমিক পাশে বর্ধমান জেলা আদালতে কর্মী নিয়োগ

Paschim Bardhaman District Court Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Paschim Bardhaman District Court Recruitment 2024: পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য একটি বড়ো সুখবর। পশ্চিম বর্ধমান জেলা আদালতের পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে তারা ইংলিশ স্ট্রেনোগ্রাফার পদে আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। যে সকল আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে ৩০/০৯/২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

যে সকল আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করার জন্য ইচ্ছুক তারা কিভাবে আবেদন করবে? কি কি ডকুমেন্ট লাগবে? বেতন সীমা কত থাকবে? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে।

Paschim Bardhaman District Court Recruitment 2024 Details,মাধ্যমিক পাশে বর্ধমান জেলা আদালতে কর্মী নিয়োগ

পদের নাম: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রার্থীদের ইংলিশ স্ট্রেনোগ্রাফার গ্রেড।। , ইংলিশ স্ট্রেনোগ্রাফার গ্রেড।।। পদে নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা: মোট ০৩ টি শূন্যপদ রয়েছে।

বেতন সীমা:

পদের নাম বেতন
ইংলিশ স্ট্রেনোগ্রাফার গ্রেড ।। ৩৭,১০০/- টাকা থেকে ৯৫,৫০০/- টাকা 
ইংলিশ স্ট্রেনোগ্রাফার গ্রেড।।।৩২,১০০/- টাকা থেকে সর্বোচ্চ ৮২,৯০০/- টাকা 

Paschim Bardhaman District Court Recruitment 2024 Eligibility Criteria: কারা আবেদন করতে পারবে

বয়স সীমা: উল্লেখিত পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও SC/ OBC প্রার্থীদের জন্য ০৩ বছর ও ST প্রার্থীদের জন্য ০৫ বছর ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:

ইংলিশ স্ট্রেনোগ্রাফার গ্রেড।। এই পদের ক্ষেত্রে প্রার্থীদের যে কোন একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
ইংলিশ স্ট্রেনোগ্রাফার গ্রেড।।। প্রার্থীদের যে কোন একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।

How to apply for the Howrah Municipal Corporation Recruitment 2024: কিভাবে আবেদন করবে

আবেদন পদ্ধতি:

এই নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে।

  • সেইজন্য প্রার্থীদের এই প্রতিবেদনের নিচে আবেদনপত্রটি দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে।
  • তারপর হাতেকলমে ভালোভাবে পূরণ করে ও তারসঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করতে হবে।
  • তারপর ব্যাংক ড্রাফ্ট পদ্ধতির মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।
  • তারপর ফর্মটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিচে দেওয়া ঠিকানায় জমা করতে হবে।

আবেদন ফ্রী:

সংরক্ষিত প্রার্থীদের জন্য৮০০/- টাকা।
অসংরক্ষিত প্রার্থীদের জন্য  ১০০০/- টাকা।

আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীদের আবেদন পত্র জমা করতে হবে আগামী ৩০/০৯/২০২৪ তারিখের মধ্যে।

গুরুত্বপূর্ন লিংক

অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
অফিসিয়াল সাইট www.paschimbardhaman.dcourts.gov.in
সরকারি চাকরিভিজিট করুন

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Prabir

আমার নাম প্রবীর। আমি Wbexamalert এর এডমিন এবং সকল writing এর দেখাশোনা করি। স্কুল-কলেজ, চাকরি, স্কলারশিপ সমস্ত বিষয়ে পোস্ট লিখি। এছাড়াও আমি একজন Wordpress Developer ও SEO Expert.

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update