সরকারী চাকরী

Uttar Dinajpur District Group-D Recruitment 2024: সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মবন্ধু নিয়োগ চলছে! অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে চাকরি

Uttar Dinajpur District Group-D Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Uttar Dinajpur District Group-D Recruitment 2024: পশ্চিমবঙ্গের সকল বেকার যুবক-যুবতীদের জন্য রইল নতুন সুখবর। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক বিভাগে কর্মবন্ধু, হেল্পার এবং কুক সহ বেশ কিছু পদে কর্মী নিয়োগ করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সকল ইচ্ছুক প্রার্থীদেরকে ০৪ অক্টোবর ২০২৪ তারিখের পূর্বে আবেদন করতে পারবে।

যে সকল আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করার জন্য ইচ্ছুক তারা কিভাবে আবেদন করবে? কি কি ডকুমেন্ট লাগবে? বেতন সীমা কত থাকবে? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে।

স্কলারশিপ: WB Data Entry Operator Recruitment 2024, সরকারি দপ্তরে ডাটা এন্ট্রির কাজে ছেলে মেয়ে নিয়োগ

Uttar Dinajpur District Group-D Recruitment 2024: সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মবন্ধু নিয়োগ

পদের নাম: উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক বিভাগে আগ্রহী প্রার্থীদের যে সকল পদে নিয়োগ করা হবে সেগুলি হলো

  • সুপারিন্টেনডেন্ট,
  • মেট্রন,
  • কুক,
  • হেল্পার,
  • কর্মবন্ধু,
  • দারোয়ান পদে নিয়োগ করা হবে।

শূন্যপদ: এক্ষেত্রে প্রত্যেকটি পদে সবমিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ৬ টি। যা নিচে তালিকায় উল্লেখ করা হয়েছে,

কর্মবন্ধু০১
দারোয়ান০১
কুক০১
হেল্পার ০১
সুপারিন্টেনডেন্ট০১
মেট্রন০১

বেতন সীমা: প্রত্যেকটি পদে চাকরির জন্য নির্বাচিত হওয়া প্রার্থীদের প্রতিমাসে বেতন দেবে ৩,০০০/- টাকা থেকে ১৫,০০০/- টাকা পর্যন্ত।

আরও পড়ুন: WB College Admission Details 2024: রাজ্যের কলেজে ভর্তি নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি, বিস্তারিত তথ্য দেখুন

Uttar Dinajpur District Group-D Recruitment 2024 Eligibility Criteria: কারা আবেদন করতে পারবে

বয়স সীমা: যে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন করবে তাদের বয়স নুন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে থাকতে হবে। তবে এখানে সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীরা কোনো প্রকার বয়সের ছাড় পাবে না।

শিক্ষাগত যোগ্যতা: কর্মবন্ধু, হেলপার, কুক সহ অন্যান্য পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অষ্টম শ্রেণী পাশ, মাধ্যমিক পাশ ও স্নাতক।

How to apply for the Howrah Municipal Corporation Recruitment 2024: কিভাবে আবেদন করবে

নিয়োগ পদ্ধতি: এখানে আবেদনকারীদের আবেদন ফর্মগুলো যথাযথ ভাবে জমা পড়ার পর তাদের সরাসরি ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি: এক্ষেত্রে প্রত্যেকটি পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।

  • এর জন্য প্রথমে সংস্থার অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদন ফ্রম অথবা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন।
  • এরপর বিজ্ঞপ্তির শেষ পাতাটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করবেন।
  • এরপর সেখানে আগ্রহী প্রার্থীর যা কিছু তথ্য চাওয়া হয়েছে সেগুলো দিয়ে সঠিকভাবে ফর্মটি ফিলাপ করবেন।
  • এরপর একটি মুখ বন্ধ খামে আবেদন ফর্ম ও কার্যকর্মের নথিপত্রগুলি ভরে নিবেন।
  • এরপর The Project Officer-cum-District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development, Administrative Building (Room No. 23), Karnajora, Raiganj, Uttar Dinajpur, 733130 এই ঠিকানায় আবেদন ফর্মটি স্পীড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিবেন।

আবেদন তারিখ: প্রত্যেকটি পদে আবেদন শেষ হবে ০৪ অক্টোবর ২০২৪ তারিখে।

সরকারি চাকরি: WB Zila Parishad Recruitment 2024: মাধ্যমিক পাশে রাজের জেলা প্রশাসনে প্রচুর কর্মী নিয়োগ!

গুরুত্বপূর্ন লিংক

অফিসিয়াল নোটিসDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটuttardinajpur.gov.in
সরকারি চাকরিClick Here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Prabir

আমার নাম প্রবীর। আমি Wbexamalert এর এডমিন এবং সকল writing এর দেখাশোনা করি। স্কুল-কলেজ, চাকরি, স্কলারশিপ সমস্ত বিষয়ে পোস্ট লিখি। এছাড়াও আমি একজন Wordpress Developer ও SEO Expert.

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update