Wb HS Result Date Announced 2024: অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিন ঘোষণা হলো। এতদিন যে সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকেরা চিন্তায় ছিলেন তাদের আর চিন্তার কারণ থাকলো না।
এক নজরে >>
খবর সূত্রে জন্য যায় যে চলতি বছরে ৮ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। কীভাবে সকল ছাত্র ছাত্রীরা তাদের দেখবেন? কখন মার্কসিট হাতে পাবে? কি কি ডকুমেন্ট লাগবে? বিস্তারিত দেখেনিন এই প্রতিবেদনে।
আরও দেখুন: WB Madhyamik Result Date Check 2024: মাধ্যমিক রেজাল্ট ২ মে, কোন সাইটে দেখা যাবে?
Wb HS Result Date Announced 2024: উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখবেন?
শিক্ষা পর্ষদ সূত্রে জানা যায় চলতি বছরে ৮ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিন প্রথমে 10 জনের মেধাতালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ প্রথম ১ থেকে ১০ জনের মধ্যে যেসকল ছাত্র ছাত্রীরা পাশ করেছে তাদের তালিকা সংবাদ মাধ্যমে ঘোষণা করা হবে।
প্রথম ফলাফল প্রকাশের পর ছাত্র ছাত্রীরা তাদের পরীক্ষার রেজাল্ট দেখার জন্য শিক্ষা পর্ষদের সাইটে visit করতে হবে। সাইট হলো : https://wbresults.nic.in/
উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখতে কি কি ডকুমেন্ট লাগবে ?
যে পরীক্ষার্থী তাদের পরীক্ষার ফলাফল অনলাইন জানতে চায়। তাদের জন্য কি কি ডকুমেন্ট লাগবে দেখুন
- জন্ম তারিখ (Date of birth )
- রোল নম্বর (Roll Number)
- রেজিস্ট্রেশন নম্বর (Registration Number)