ICAR Recruitment 2024: রাজ্যের সকল বেকার যুবক যুবতীদের জন্য রাজ্যের ২৩টি জেলা থেকে 12th পাশে কৃষি দপ্তরে সরাসরি নিয়োগ শুরু হয়েছে। রাজ্যের ২৩টি জেলা থেকে সকল চাকরি প্রার্থীর এই পদের জন্য আবেদন করতে পারবে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে ।
এক নজরে >>
চাকরি প্রার্থীরা বাড়িতে বসে ইন্টারভিউ দিতে পারবে। মহিলা কিংবা পুরুষ যোগ্য হলে সকলে আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করার জন্য শূন্যপদ, আবেদন পদ্ধতি, যোগ্যতা, বাছাই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে।
ICAR Recruitment 2024: 12th পাশে কৃষি দপ্তরে সরাসরি কর্মী নিয়োগ শুরু হল!
নিয়োগের সংস্থা : ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটের (Indian Agriculture Research Institute) মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন করা হবে।
পদের নাম সমূহ: বিজ্ঞপ্তি অনুযায়ী ২৩টি জেলা বেশ কয়েক ধরনের পদে নিয়োগ করা হবে।
আরও জানুন: WBPSC Recruitment 2024: রাজ্যের ২৩টি জেলা থেকে সুপারভাইজার সহ বহু পদে কর্মী নিয়োগ শুরু, আবেদন করুন
যোগ্যতা ও বয়সসীমা :পশ্চিমবঙ্গের যে সকল চাকুরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স থাকতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বাধিক ৩৫ বছরের মধ্যে। রিজার্ভ জাতি থেকে আবেদন করলে সরকারী নিয়ম অনুযায়ী তারা বয়সের ছাড় পাবে। এছাড়াও প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অফিসিয়াল নোটিশ অনুযায়ী নূন্যতম মাধ্যমিক পাস হতে হবে।
আবেদন ফী : যে সকল চাকরি প্রার্থীর এই পদের জন্য আবেদন করবে তাদের কোন আবেদন ফী লাগবেন ।
নতুন আপডেট: WB Madhyamik Result Date Check 2024: মাধ্যমিক রেজাল্ট ২ মে, কোন সাইটে দেখা যাবে?
বেতন: যে সকল যোগ্য চাকুরি প্রার্থী এই নিয়োগে যোগদান করবেন তাদের বেতন থাকবে পোস্ট আনুযায়ী 15000 থেকে ২০০০০ টাকা ।
আবেদন প্রক্রিয়া : যে সকল আগ্রহী ও যোগ্য প্রার্থী আবেদন আবেদন করতে চায় তাদেরকে ইমেলের (email) মধ্যেই আবেদন করতে হবে। ইমেলের (email) আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।
ডকুমেন্ট কি কি লাগবে: সকল আগ্রহী ও যোগ্য প্রার্থী যারা আবেদন করতে চায় তাদেরকে যে সকল ডকুমেন্ট দিতে হবে
- জন্মের প্রমাণ পত্র
- বয়সের প্রমাণ পত্র
- পাসপোর্ট ফটো
- যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্ট উপযুক্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র । অর্থাৎ ফর্ম ফিলাপ করার সময় যদি মাধ্যমিক পাশে আবেদন করেন তাহলে মাধ্যমিক পাশের মার্কসিট, অ্যাডমিট কার্ড, আর সার্টিফিকেট দিতে হবে।
ICAR Recruitment 2024: 10th ও 12th পাশে কৃষি দপ্তরে কি ভাবে চাকরির আবেদন করবেন?
যে সকল আগ্রহী ও যোগ্য প্রার্থী আবেদন আবেদন করতে চায় তাদেরকে ইমেলের (email) মধ্যেই আবেদন করতে হবে। ইমেইল আইডিটি হল (Email):- [email protected]
- ইমেলের (email) আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে ।
- নিজের সঠিক তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে ।
- শেষে নিজের সাক্ষর করে নিজের যে সকল তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করেছিলেন তার প্রমাণ পত্র গুলি দিতে হবে।
- যে সকল প্রমাণ পত্র গুলি সঙ্গে দেবে প্রত্যেকটাতে নিজের সাক্ষর করে দিতে হবে।
Application Form | Click Here |
official Site | Click Here |