উচ্চমাধ্যমিক, স্কলারশিপ

HS History Suggestions 2025 Part 2 PDF (উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025)

Hs History Suggestions 2025 Part 2 PDF
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

HS History Suggestions 2025 : প্রিয় উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীরা ইতিহাস এর ( History) সমস্ত অধ্যায় এর সাজেশন এর পিডিএফ আজ তোমরা পাবে। এই গুরুত্বপূর্ণ এক নম্বর (SAQ) এবং আট নম্বর এর প্রশ্ন গুলি যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে খুব ভালো নম্বর  তোমরা পাবে।

MCQ এর জন্য তোমরা প্রত্যেকটি অধ্যায় ভালোভাবে পড়বে, আর SAQ এবং বড়ো প্রশ্নের জন্য তোমরা সাজেশন গুলি ফলো করবে। পোস্টের শেষে তোমরা PDF এর লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে, পরবর্তীতে নিজেদের সুবিধার জন্য পড়তে পারবে।

নতুন সাজেশন: Hs History Suggestions 2025 (উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025)

HS History Suggestions 2025 Part 2 PDF (উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025)

1) কিংবদন্তি বা বীরগাথা বা Legend কাকে বলে এবং এর বৈশিষ্ট্য লেখ। কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীর মধ্যে পার্থক্য লেখ।

Ans= কিংবদন্তি বা Legend:- ল্যাটিন শব্দ Legenda থেকে লেজ ইংরেজিতে Legend কথাটি এসেছে। যার অর্থ হলো পড়ার বিষয়বস্তু ইংরেজিতে Legend বলতে যা বোঝায় তার প্রতিশব্দ হিসেবে বাংলায় সর্বজন গ্রাহ্য কোন প্রতিশব্দ প্রচলিত নেই ।আধা স্বত্ব বা অসত্য যে গল্প কথা লোক পরম্পরায় বহুসৃত হয়ে কোন দেশ বা জাতির সংস্কৃতি গৌরবকে প্রতিষ্ঠিত করে যার আংশিক ঐতিহাসিক ভিত্তি থাকে সেই কাহানি কি বলে কিংবদন্তি। ডঃ আশুতোষ ভট্টাচার্যের ভাষায় “লেজেন্ড সাধারণত কোন বীর কিংবা সাধক চরিত্র অবলম্বন করিয়া ইতিবৃত্ত” । উদাহরণ রবিন হুড রঘু ডাকাত কিংবদন্তির উদাহরণ।

কিংবদন্তির বৈশিষ্ট্য:-

কিংবদন্তির বৈশিষ্ট্য গুলি হল নিম্নরূপ-

১) উদ্ভব:-

                পৌরাণিক কাহিনীগুলির সৃষ্টির পরবর্তী সময়কালে মানব সমাজে যখন কিছু ইতিহাস চেতনা জেগে ওঠে তখনই আবির্ভাব ঘটে কিংবদন্তীর।

২) বিষয়বস্তু:-

                      ইতিহাস নির্ভর কাহিনী পরি বা ভূতপ্রেতের কাহিনী ,প্রেম বিরহের কাহিনী ,আধ্যাত্মিক কাহিনী প্রভৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ঘটনা কিংবদন্তের বিষয়বস্তু।

চাকরির খবর: WB Data Entry Operator Recruitment 2024 : ব্লকে ও জেলায় Data Entry Operator পদে কর্মী নিয়োগ

৩) গুনো গান:-

                     কিংবদন্তের নায়ক প্রধানত একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব ,পৌরাণিক কাহিনী মত সে কোন দেবদেবী নয় কিংবদন্তি তে সেই নায়কের প্রতি গুণমান লক্ষ্য করা যায়।

৪) অতিরঞ্জন:-

                       অতিরঞ্জন প্রেম একটি অন্যতম বৈশিষ্ট্য অতীতের কোন ব্যক্তির বাস্তব জীবনের সঙ্গে অতীত মানবীয় অবিশ্বাস্য ঘটনা যুক্ত করে কিংবদন্তী রচিত হয়।

উচ্চ মাধ্যমিক সাজেশন: HS Political Science Suggestions 2025: উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন সেট 2

কিংবদন্তি ও পৌরাণের কাহিনীর মধ্যে পার্থক্য:-

বিষয়কিংবদন্তিপৌরাণিক কাহিনী পৌরাণিক কাহিনীই হল
১) সংজ্ঞাকিংবদন্তি হলো মানব জীবনের বিভিন্ন এক মনোগো বিবরণ যা শ্রোতা ও বক্তা উভয়কে সমৃদ্ধ করে । পৌরাণিক কাহিনী হলো মানব সমাজে জগত সৃষ্টির ব্যাপারে সৃষ্টি তত্ত্বের সঙ্গে জড়িত এক ঐতিহ্যগত বিবরণ।
২) প্রধান চরিত্রকিংবদন্তি কাহিনী তে মানুষই প্রধান চরিত্র। পৌরাণিক কাহিনীতে অলৌকিক জগতের ঈশ্বরই হলো মূল চরিত্র।
৩) ভিত্তিকিংবদন্তি কাহিনীগুলির মূল ভিত্তি হল সামাজিক বা সাংস্কৃতিক পৌরাণিক কাহিনীগুলি মূলত ধর্মভিত্তিক
৪) বিষয়বস্তুলোক কাহিনী ,জনশ্রুতি ,আধ্যাত্মিক কাহিনী, প্রেম বিরহ, ভূত পরি ইত্যাদির কাহিনী কিংবদন্তির বিষয়বস্তু। পৌরাণিক কাহিনীর বিষয়বস্তু হলো সৃষ্টির রহস্য ,দেবতা ,মানুষের জন্ম ,মহাপ্লাবন ,স্বর্গ নরক ইত্যাদি।
৫) কাল পুঞ্জিকিংবদন্তির কাহিনীগুলিতে ঘটনাবলীর একটি আনুমানিক কালপঞ্জি থাকেপৌরাণিক কাহিনীগুলিতে কোন নিজস্ব ধারাবাহিক কালপঞ্জি থাকে না।।
৬) ইতিহাসের তথ্য সন্ধান কিংবদন্তি থেকে ইতিহাসের অনেক তথ্যের সন্ধান পাওয়া যায় ।তবে অতিরঞ্জন থাকায় ইতিহাসের সঠিক তথ্য উদ্ধার করা কষ্টসাধ্য হয়ে পড়ে। পৌরাণিক কাহিনীগুলিতে সচরাচর ইতিহাসের প্রমাণ ,কোন তথ্য সূত্রের সন্ধান পাওয়া যায় না এতে অতি লৌকিক কল্পনার আধিক্যই বেশি।
HS History Suggestions 2025 Part 2 PDFPDF ডাউনলোড
নতুন চাকরির খবর Click Here
উচ্চ মাধ্যমিক সাজেশন Click Here
শিক্ষা পর্ষদ ক্লিক

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Subhadip Pal

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update