সরকারী চাকরী

DRDO Job Vacancy 2024: কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন চলছে,

DRDO Job Vacancy 2024: কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন চলছে,
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

DRDO Job Vacancy 2024: পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর। ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানিজেশনের Defence Research & Development Organization (DRDO) পক্ষ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সকল নাগরিক তাদের আবেদন নথিভূক্ত করতে পারবে।

আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে! বেতন সীমা কি রয়েছে! বয়স কত লাগবে! আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিম্নে আজকের এই প্রতিবেদনে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই প্রতিবেদনটি ভালো করে পড়বেন। তবে আবেদন করার পূর্বে অফিসিয়ালি নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নেবে।

আরও পড়ুন: Wb Govt Jobs Recruitment 2024: রাজ্যে ক্লার্ক ও সহায়ক পদে নিয়োগ শুরু, আবেদন করুন

DRDO Job Vacancy 2024: কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন বিস্তারিত !

নিয়োগকারী সংস্থা দেখুন : ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানিজেশনের Defence Research & Development Organization (DRDO) দপ্তরের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে।

পদের নাম: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরি প্রার্থীরা এখানে অনেক ধরনের পদে আবেদন করতে পারবে। পদগুলি হল।

Fitter, Turner, Machinist, Welder, Electrician, Electronics, Carpenter, Book Binder, Computer Operator and Programming Assistant

শূন্যপদ : ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানিজেশনের Defence Research & Development Organization (DRDO) দপ্তর তাদের বিজ্ঞপ্তি অনুযায়ী ১২৭ টি পদে কর্মী নিয়োগ করা হবে।

নতুন চাকরির খবর: WB Gram Panchayat Recruitment 2024: ৬,৬৫২ শুন্যপদে গ্রাম পঞ্চায়েতে ফর্ম ফিলাপ শুরু হল! এইভাবে আবেদন করুন

বেতন ও বয়স সীমা : আগ্রহী চাকরি প্রার্থীদের বেতন ও বয়স বিষয়ে বিজ্ঞপ্তিতে বিশেষ কিছু উল্লেখ করা হয়নি।

শিক্ষাগত যোগ্যতা : আগ্রহী চাকরিপ্রার্থীদের যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম আইটিআই ডিগ্রী অর্জন করে থাকতে হবে। আবেদন করার পূর্বে শিক্ষাগত যোগ্যতা বিষয়ে আরও বিশেষভাবে জানার জন্য বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন।

DRDO Job Vacancy 2024: আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে?

আবেদন কারীকে নিম্নে উল্লেখিত ডকুমেন্ট গুলি আবেদনের সময় প্রয়োজন হবে। তাই অবশ্যই সকল চাকরি প্রার্থীকে এই সব ডকুমেন্ট কাছে রাখতে হবে।

  • জন্মের প্রমাণপত্র
  • আধার কার্ড অথবা ভোটের কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
  • পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
  • ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট
  • ব্যাংকের পাশ বই
  • আরো অন্যান্য ইত্যাদি

আবেদন পদ্ধতি : চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে Online কিন্তু Google ফর্ম ফিলাপ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। Google ফর্মে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি নির্ভুলভাবে ফিলাপ করে সাবমিট করতে হবে।

আরও জানুন: HS AI Subjects Add: উচ্চ মাধ্যমিকে AI পড়ানোর সুযোগ! সবাই কি পাবে? কি জানালো সংসদ, নোটিশ দেখে নিন

আবেদনের শেষ তারিখ : আগামী ৩১শে মে, ২০২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা, Google ফর্মটি আবেদন নথিভুক্ত জানাতে পারবেন।

প্রয়োজনীয় লিংক:

Notification ডাউনলোড Click Here
অফিসিয়াল সাইটে Click Here
আমাদের পেজ Click Here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update