সরকারী চাকরী

TATA Steel Recruitment 2024:টাটা কোম্পানিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

TATA Steel Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TATA Steel Recruitment 2024: রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য আরও একটা বড়ো সুখবর। যে সকল চাকরি প্রার্থীরা দীর্ঘ দিন ধরে ভালো চাকরির অপেক্ষায় আছে তাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। নুন্যতম মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে আবেদন করতে পারবেন।

কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে? শূন্য পদের সংখ্যা কত? বেতন কাঠামো কী থাকছে? কোন কাজ করতে হবে? কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে? আবেদনের জন্য কোন কোন নথি প্রয়োজন হবে? আবেদনের শেষ তারিখ কবে? নিয়োগ পদ্ধতি কী থাকছে? ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর নিচে বলে দেওয়া হল।

চাকরির খবর: WB Health Job Recruitment 2024: স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগ, আবেদন শুরু হয়েছে!

TATA Steel Recruitment 2024:টাটা কোম্পানিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

ভারতবর্ষের কর্পোরেট সেক্টর গুলির মধ্যে টাটা এক অন্যতম কোম্পানি। এই কোম্পানির পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হলে সেই কর্মীদের পারফরম্যান্সের উপর নির্ভর করে তাদের গ্যারান্টি দিয়ে থাকে কোম্পানি নিজেই। তাই টাটার বিভিন্ন কোম্পানিতে চাকরি করার ইচ্ছা অনেকেরই থাকে। বর্তমানে চাকরিপ্রার্থীদের কাছে সেই টাটা কোম্পানিতেই চাকরি করার এক দুর্দান্ত সুযোগ চলে এসেছে।

পদের নাম

  • Area Manager
  • Marketing-Chemical Specialty Area Manager Management Development
  • Mgr Foreign Exchange& Commodity Hedging
  • Assistant Manager (R&R)
  • Asst. Manager (Land & Lease)
  • Manager Civil
  • Asst Manager BAF
  • Assistant Manager – Investor Services
  • Emergency Medicine – Meramandali
  • Management Trainee Technical- BIT Sindri- Mechanical

শূন্য পদের সংখ্যা (TATA Steel Recruitment Vacancy 2024)

টাটা কোম্পানিতে বিভিন্ন পদে মোট ৬০০০ কর্মী নিয়োগ করা হবে।

আরও জানুন: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক পাস করা চাকরিপ্রার্থীদের জন্য বিভিন্ন পদে আবেদনের সুযোগ রয়েছে। তবে চাকরি প্রার্থীদের অবশ্যই ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে।

বেতন সীমা

নূন্যতম ২৪,৫০০ টাকা থেকে শুরু করে ৬৮,৩০০ টাকা পর্যন্ত বেতন পেয়ে যাবেন কর্মীরা। তবে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো তৈরি করা হয়েছে।

বয়স সীমা

এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স নুন্যতম ১৮ বছর হলে আবেদন করতে পারবেন।

কোন কাজ করতে হবে?

এখানে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা কাজ করতে হবে কর্মীদের। তাই যে পদে চাকরিপ্রার্থী আবেদন করতে কিচ্ছু ভাবেন সেই পদ সম্পর্কে বিশদে জেনে নেওয়া আবশ্যক।

TATA তে নিয়োগ পদ্ধতি কী থাকছে?

উপরে উল্লেখ করা পদ গুলিতে আবেদনের জন্য কোন রকম পরীক্ষা দিতে হবে না চাকরিপ্রার্থীদের। চাকরিপ্রার্থীদের যোগ্যতার উপর নির্ভর করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন(Interview & Document Verification) এই দুটি পদ্ধতির মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

নতুন চাকরি: Punjab National Bank Recruitment 2024: PNB ব্যাংকে ২৭০০টি শূন্য পদে কর্মী নিয়োগ!

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

১) আধার কার্ড,
২) ভোটার কার্ড,
৩) প্যান কার্ড,
৪) শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র
৫) চাকরি প্রার্থীর সিভি

আবেদনের শেষ তারিখ কবে?

এই পদে আবেদন পদ্ধতি শুরু হয়েছে চলতি বছরের জুন মাসের ২৮ তারিখ থেকে যা চলবে আগস্ট মাসের ৮ তারিখ পর্যন্ত।

প্রয়োজনীয় লিংক

নোটিফিকেশন Download
অফিসিয়াল ওয়েবসাইট Click Here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update