Bank Of Baroda Job Recruitment 2025: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের কাছে নতুন সুখবর। বর্তমানে ব্যাংক অফ বরোদায় (Bank Of Baroda) এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের ২৩টি জেলা থেকেই এখানে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্যাঙ্ক অফ বরোদার স্পেশালিস্ট অফিসার (SO) পদে কর্মী নিয়োগ করা হবে।
এক নজরে >>
এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, কি কি ডকুমেন্ট লাগবে সবকিছু বিস্তারিত আলোচনা থাকছে এই প্রতিবেদনে। অবশ্যই বিজ্ঞপ্তিটি শেষ পর্যন্ত ভালো করে দেখে নিন।
আরও পড়ুন: Kolkata Metro Rail Recruitment 2025: কলকাতা মেট্রোতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ শুরু
Bank Of Baroda Job Recruitment 2025: ব্যাংকে কর্মী নিয়োগ শুরু
সংস্থার নাম | ব্যাংক অফ বরোদায় (Bank Of Baroda) |
পদের নাম | স্পেশালিস্ট অফিসার (SO) |
মোট শূন্যপদ | 1267 টি |
অফিসিয়াল ওয়েবসাইট | www.bankofbaroda.in |
মাসিক বেতন: আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের একাধিক পদে একাধিক মাসিক বেতন প্রদান করা হবে। তবে সব পদের ক্ষেত্রেই ৪৮,৪০০ টাকা থেকে ১,২০,৯৪০ টাকা মধ্যে বেতন কাঠামো রয়েছে।
Bank Of Baroda Job Recruitment 2025: Bank Of Baroda ব্যাংকে কর্মী নিয়োগ শুরু বিবরণ
পোস্ট | পদ সংখ্যা |
---|---|
এগ্রিকালচার মার্কেটিং অফিসার | 150 |
এগ্রিকালচার মার্কেটিং ম্যানেজার | 50 |
ম্যানেজার | 450 |
ম্যানেজার – ক্রেডিট অ্যানালিস্ট | 78 |
সিনিয়র ম্যানেজার – ক্রেডিট অ্যানালিস্ট | 46 |
সিনিয়র ম্যানেজার – MSME | 205 |
প্রধান – SME সেল | 12 |
টেকনিক্যাল ম্যানেজার – সিভিল ইঞ্জিনিয়ার | 02 |
সিনিয়র ম্যানেজার – সিভিল ইঞ্জিনিয়ার | 04 |
টেকনিক্যাল অফিসার – ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার | 04 |
সিনিয়র ডেভেলপার – ফুল স্ট্যাক JAVA | 26 |
ক্লাউড ইঞ্জিনিয়ার | 06 |
সিনিয়র ম্যানেজার – তথ্য নিরাপত্তা অফিসার | 01 |
চাকরির খবর: BSP Recruitment 2025 Apply: স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ, BSP নিয়োগ 2025
Bank Of Baroda Recruitment 2025 Apply Criteria: শিক্ষাগত যোগ্যতা Bank Of Baroda Recruitment 2025
শিক্ষাগত যোগ্যতা: আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করতে হবে এবং যে পদে আবেদন করবেন সেই সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা আইটিআই কোর্স সম্পূর্ণ করতে হবে।
বয়স সীমা : অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স ২২ বছর থেকে সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থী বাছাই ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ জন্য ডাকা হবে।
How to apply Bank Of Baroda Recruitment 2025: কিভাবে আবেদন করবে
আবেদন পদ্ধতি: অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।
- তার জন্য আবেদনকারীকে ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্য নিতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন প্রক্রিয়া শুরু | ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখ |
আবেদন প্রক্রিয়া শুরু শেষ | ১৭ জানুয়ারি ২০২৫ তারিখ |
নতুন চাকরি: BSP Recruitment 2025 Apply: স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ, BSP নিয়োগ 2025
গুরুত্বপূর্ন লিংক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
অনলাইনে আবেদন | আবেদন করুন |
চাকরির খবর | Click Here |