সরকারী চাকরী

Bank Of Baroda Job Recruitment: ব্যাংকে কর্মী নিয়োগ শুরু, মাসিক বেতন 48,000 টাকা

Bank Of Baroda Job Recruitment: ব্যাংকে কর্মী নিয়োগ শুরু
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bank Of Baroda Job Recruitment 2025: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের কাছে নতুন সুখবর। বর্তমানে ব্যাংক অফ বরোদায় (Bank Of Baroda) এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের ২৩টি জেলা থেকেই এখানে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্যাঙ্ক অফ বরোদার স্পেশালিস্ট অফিসার (SO) পদে কর্মী নিয়োগ করা হবে।

এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, কি কি ডকুমেন্ট লাগবে সবকিছু বিস্তারিত আলোচনা থাকছে এই প্রতিবেদনে। অবশ্যই বিজ্ঞপ্তিটি শেষ পর্যন্ত ভালো করে দেখে নিন।

আরও পড়ুন: Kolkata Metro Rail Recruitment 2025: কলকাতা মেট্রোতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ শুরু

Bank Of Baroda Job Recruitment 2025: ব্যাংকে কর্মী নিয়োগ শুরু

সংস্থার নামব্যাংক অফ বরোদায় (Bank Of Baroda)
পদের নামস্পেশালিস্ট অফিসার (SO)
মোট শূন্যপদ1267 টি 
অফিসিয়াল ওয়েবসাইটwww.bankofbaroda.in

মাসিক বেতন:  আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের একাধিক পদে একাধিক মাসিক বেতন প্রদান করা হবে। তবে সব পদের ক্ষেত্রেই ৪৮,৪০০ টাকা থেকে ১,২০,৯৪০ টাকা মধ্যে বেতন কাঠামো রয়েছে।

Bank Of Baroda Job Recruitment 2025: Bank Of Baroda ব্যাংকে কর্মী নিয়োগ শুরু বিবরণ

পোস্টপদ সংখ্যা
এগ্রিকালচার মার্কেটিং অফিসার150
এগ্রিকালচার মার্কেটিং ম্যানেজার50
ম্যানেজার450
ম্যানেজার – ক্রেডিট অ্যানালিস্ট 78
সিনিয়র ম্যানেজার – ক্রেডিট অ্যানালিস্ট46
সিনিয়র ম্যানেজার – MSME205
প্রধান – SME সেল12
টেকনিক্যাল ম্যানেজার – সিভিল ইঞ্জিনিয়ার02
সিনিয়র ম্যানেজার – সিভিল ইঞ্জিনিয়ার04
টেকনিক্যাল অফিসার – ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার 04
সিনিয়র ডেভেলপার – ফুল স্ট্যাক JAVA 26
ক্লাউড ইঞ্জিনিয়ার06
সিনিয়র ম্যানেজার – তথ্য নিরাপত্তা অফিসার01

চাকরির খবর: BSP Recruitment 2025 Apply: স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ, BSP নিয়োগ 2025

Bank Of Baroda Recruitment 2025 Apply Criteria: শিক্ষাগত যোগ্যতা Bank Of Baroda Recruitment 2025

শিক্ষাগত যোগ্যতা: আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করতে হবে এবং যে পদে আবেদন করবেন সেই সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা আইটিআই কোর্স সম্পূর্ণ করতে হবে।

বয়স সীমা : অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স ২২ বছর থেকে সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থী বাছাই ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ জন্য ডাকা হবে।

How to apply Bank Of Baroda Recruitment 2025: কিভাবে আবেদন করবে

আবেদন পদ্ধতি: অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।

  • তার জন্য আবেদনকারীকে ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্য নিতে হবে।
  • অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখ
আবেদন প্রক্রিয়া শুরু শেষ ১৭ জানুয়ারি ২০২৫ তারিখ

নতুন চাকরি: BSP Recruitment 2025 Apply: স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ, BSP নিয়োগ 2025

গুরুত্বপূর্ন লিংক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটView Now
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
অনলাইনে আবেদন আবেদন করুন
চাকরির খবর Click Here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Prabir

আমার নাম প্রবীর। আমি Wbexamalert এর এডমিন এবং সকল writing এর দেখাশোনা করি। স্কুল-কলেজ, চাকরি, স্কলারশিপ সমস্ত বিষয়ে পোস্ট লিখি। এছাড়াও আমি একজন Wordpress Developer ও SEO Expert.

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update