BECIL Job Recruitment 2024: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বড় খুশির খবর। BECIL এর পক্ষ থেকে নতুন করে বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের যেকোন রাজ্য থেকে আবেদন করা যাবে।
এক নজরে >>
এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? কিভাবে আবেদন করবে? বেতন কত থাকবে? সবকিছু বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে।
নতুন চাকরি: WB School Teacher Recruitment 2024: পশ্চিমবঙ্গে স্কুলে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ, আবেদন শুরু
BECIL Job Recruitment 2024 Details: BECIL তে নতুন কর্মী নিয়োগ চালু
পদের নাম: এখানে একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে। বিস্তারিত নিচে দেওয়া অফিসিয়াল নটিফিকেশন থেকে দেখে নাও।
সংস্থার নাম: এই নিয়োগ BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED এর পক্ষথেকে করা হবে।
বেতন সীমা: যে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন করে নির্বাচিত হবে তাকে প্রতিমাসে ৪০০০০ টাকা থেকে ৮০০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আরও পড়ুন: পঞ্চায়েতে নতুন কর্মী নিয়োগ, ইন্টারভিউর মাধ্যমে চাকরি: Wb New Panchayat Job Recruitment 2024
BECIL Job Recruitment 2024 Eligibility Criteria: BECIL তে আবেদনের জন্য কি কি থাকা দরকার
বয়স সীমা: প্রতিটি পদের ক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে চাকরি প্রার্থীদের। এছাড়াও বয়স বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য অফিশিয়াল নোটিশ ফলো করুন।
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম বিএ পাস করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটার বিষয়ে দক্ষতা লাগবে পদ অনুযায়ী।
How to apply for the BECIL Job Recruitment 2024: কিভাবে আবেদন করবেন
নিয়োগ প্রক্রিয়া: চাকরিপ্রার্থীদের এখানে আবেদন নথিভুক্ত হওয়ার পরে একটি মেরিট লিস্ট দেওয়া হবে । পরে সেই লিস্ট অনুযায়ী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। যে সকল চাকরিপ্রার্থী ইন্টারভিউ সিলেক্ট হবে তাদের সরাসরি কাজে নিযুক্ত করা হবে।
আবেদন পদ্ধতি: চাকরি প্রার্থীদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংক থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে সম্পূর্ণ ফর্ম যথাযথ পূরণ করে নিচে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানা: “Mr. Sushil Kr. Arya, Project Manager (HR), Broadcast Engineering Consultants India
Limited (BECIL), BECIL BHAWAN, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P).
স্কলারশিপ: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা
কি কি ডকুমেন্ট লাগবে: এই ডকুমেন্ট গুলি অবশ্যই আবেদন পত্রের সঙ্গে দিতে হবে।
- Educational / Professional Certificates.
- 10th/Birth Certificate.
- Caste Certificate(if applicable)
- Work Experience Certificate (if applicable)
- PAN Card copy
- Aadhar Card copy
- Copy of EPF/ESIC Card (Pervious employer-if applicable)
আবেদন শেষ তারিখ: আগামী ১৯ শে আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন পাঠাতে পারবেন।
নতুন চাকরির খবর: WB Ayush Scheme Job Recruitment 2024: রাজ্যে আয়ুষ প্রকল্পে কর্মী নিয়োগ শুরু হয়েছে, আবেদন পদ্ধতি
গুরুত্বপূর্ন লিংক
অফিশিয়াল নোটিশ | Download |
নতুন চাকরি খবর | Click Here |