সরকারী চাকরী

BSF Sports Quota Recruitment 2024 Notification: ভারতীয় সেনাবাহিনীতে কর্মী নিয়োগ

BSF Sports Quota Recruitment 2024 Notification: ভারতীয় সেনাবাহিনীতে কর্মী নিয়োগ
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BSF Sports Quota Recruitment 2024 Notification: ভারতের সকল চাকরি প্রার্থীদের জন্য বিরাট খুশির খবর। ভারতীয় সেনাবাহিনী Border Security Force (BSF) এর পক্ষথেকে ২১ নভেম্বর নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে কনস্টেবল জেনারেল ডিউটি (Constable General Duty) গ্রুপ C পদে কর্মী নেওয়া হবে। এই পদের জন্য আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে 1 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত চলবে।

এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে?য়স সীমা কত লাগবে? শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? সব কিছু বিস্তারিত থাকবে এই প্রতিবেদনে। তাই আর দেরি না করে প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আরও পড়ুন: SCR Railway Apprentices Recruitment 2025: দক্ষিণ মধ্য রেলওয়েতে কর্মী নিয়োগ চলছে!  আবেদন পদ্ধতি

BSF Sports Quota Recruitment 2024 Notification Details: ভারতীয় সেনাবাহিনীতে কর্মী নিয়োগ বিশ্লেষণ

সংস্থার নাম Border Security Force (BSF)
পদের নাম Constable (General Duty)- Sports Quota
মোট শূন্যপদ 275 Posts
মাসিক বেতন ২১৭০০ – ৬৯১০০ /- (Level-3)
অফিসিয়াল ওয়েবসাইট rectt.bsf.gov.in.

BSF Sports Quota Recruitment 2024 Notification Criteria: ভারতীয় সেনাবাহিনীর জন্য শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আবেদন করার জন্য আবেদন কারীকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করা থাকতে হবে।

বেতন সীমা: এই পদে কর্মরত সকল চাকরি প্রার্থীকে প্রতি মাসে ২১৭০০ – ৬৯১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

BSF Sports Quota Vacancy 2024 for Age Limit: ভারতীয় সেনাবাহিনীর জন্য বয়স সীমা

  • উল্লেখিত পদে আবেদন করার জন্য আবেদন কারীর বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৩ বছর হতে হবে। তবে মনে রাখবে এই বয়স হিসাব করতে হবে 30.12.2024 তারিখ থেকে ।
  • এছাড়া সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে ।

আরও পড়ুন: Railway Ticket Seller Vacancy 2025: রেলে টিকিট সেলার কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন

How to apply BSF Sports Quota Vacancy 2024: কিভাবে আবেদন করবে

আবেদন পদ্ধতি: যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবে তারা নিচে দেওয়া স্টেপ অনুসরণ করলে অনেক সহজে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে।

  • যোগ্যতা যাচাই করুন
  • নীচে দেওয়া অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করুন
  • আবেদনপত্র পূরণ করুন
  • প্রয়োজনীয় নথি আপলোড করুন
  • অনলাইনে ফি প্রদান করুন
  • আবেদনপত্র প্রিন্ট করুন

ভারতীয় সেনাবাহিনীর জন্য কি কি ডকুমেন্ট লাগবে

  • ছবি এবং স্বাক্ষর (রঙিন ছবি)
  • শিক্ষার শংসাপত্র (10th/12th Pass)
  • মোবাইল নং
  • ই-মেইল ঠিকানা (Email)
  • আবাসিক শংসাপত্র
  • জাত শংসাপত্র (Caste Certificate)
  • প্যান কার্ড এবং আধার কার্ড (ID Proof)

আরও পড়ুন: Anandadhara Scheme: রাজ্য সরকার আনন্দধারা প্রকল্পে মহিলাদের 10 কোটি টাকা দিচ্ছে, কিভাবে আবেদন করবেন?

Selection Process: নিয়োগ প্রক্রিয়া

  • Stage 1:- লিখিত পরীক্ষা (Written Exam)
  • Stage 2:- Physical Standard Test (PST)
  • Stage 3:- Document Verification
  • Stage 4:- Medical Examination

BSF Sports Quota Bharti 2024 for Application Fee: আবেদন ফী

  • For General/OBC category Fee: Rs. 147.20/-
  • For SC/ST candidate Fee: 0/-
  • Pay Mode: Online

আরও পড়ুন: WB University contractual Recruitment: রাজ্যে বিশ্ববিদ্যালয়ে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ

গুরুত্বপূর্ন তারিখ

নোটিফিকেশন প্রকাশের তারিখ ২১ নভেম্বর ২০২৪
আবেদন শুরুর তারিখ০১ ডিসেম্বর ২০২৪
আবেদনের শেষ তারিখ৩০ ডিসেম্বর ২০২৪

গুরুত্বপূর্ন লিংক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটView Now
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
অনলাইনে আবেদন আবেদন করুন

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Prabir

আমার নাম প্রবীর। আমি Wbexamalert এর এডমিন এবং সকল writing এর দেখাশোনা করি। স্কুল-কলেজ, চাকরি, স্কলারশিপ সমস্ত বিষয়ে পোস্ট লিখি। এছাড়াও আমি একজন Wordpress Developer ও SEO Expert.

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update