সরকারী চাকরী

CGHS Recruitment 2024 Notification Eligibility Criteria Recruitment 2024 Notification| কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পে নতুন করে কর্মী নিয়োগ

CGHS Recruitment 2024 Notification
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

CGHS Recruitment 2024 Notification: পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য একটি বড়ো সুখবর। কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য প্রকল্প (CGHS) এর অনুমেদনে পশ্চিমবঙ্গের সমস্ত বেকার প্রার্থীদের নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় এক্ষেত্রে একাধিক শূন্য পদে নিয়োগ করা হবে।

যে সকল আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করার জন্য ইচ্ছুক তারা কিভাবে আবেদন করবে? কি কি ডকুমেন্ট লাগবে? বেতন সীমা কত থাকবে? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে।

CGHS Recruitment 2024 Notification Details|কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পে নতুন চাকরি

পদের নাম: বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ডাক্তার/জিডিএম, চিকিৎসা বিশেষজ্ঞ -, প্যাথলজিস্ট, ইএনটি বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ পদে নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা: কোন কোন পদের জন্য কত শূন্য পদ রাখা হয়েছে তা নিচে দেওয়া হলো।

পদের নাম শূন্য পদের সংখ্য়া
ডাক্তার/জিডিএম ২৫
চিকিৎসা বিশেষজ্ঞ০১
প্যাথলজিস্ট০১
ইএনটি বিশেষজ্ঞ০১
চর্মরোগ বিশেষজ্ঞ০১
মোট ২৯

বেতন সীমা: এখানে বিভিন্ন পদে নিয়োগের জন্য ভিন্ন ভিন্ন বেতন সীমা রাখা হয়েছে । বেতন সম্মন্ধে বিস্তারিত নিচে দেওয়া হলো ।

  • ডাক্তার/ জিডিএম – পদে যে সকল প্রার্থীরা চাকরির জন্য নির্বাচিত হলে মাসিক ৭৫,০০০/- টাকা করে পাবেন।
  • বাকি সমস্ত পদে কর্মরত প্রার্থীরা প্রতিমাসে ৯৫,০০০/- টাকা থেকে ১,০৫,০০০/- টাকা বেতন প্রদান করা হবে।

CGHS Recruitment 2024 Notification Eligibility Criteria: কি কি থাকা প্রয়োজন

বয়স সীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ অনুযায়ী যে সকল আবেদনকারীর আবেদন করবে তাদের বয়স সর্বোচ্চ  ৬৯ বছর মধ্যে থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: (CGHS Recruitment 2024) CGHS নিয়োগ ২০২৪ এর উল্লেখিত পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি (MBBS) অর্জন করতে হবে।

How to apply for the CGHS Recruitment 2024 Notificetion: কি ভাবে আবেদন করবে

আবেদন পদ্ধতি: সকল প্রার্থীদেরকে তাদের আবেদন পত্র অফলাইনের (Offline) মাধ্যমে জমা করতে হবে। সেই জন্য প্রার্থীদের সরাসরি CGHS এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। তারপর হাতেকলমে ভালোভাবে পূরণ করে নিতে হবে। তারপর পূরণকৃত আবেদন ফর্মের সাথে দরকারি নথিপত্র সংযুক্ত করে একটি মুখবন্দি খামে পুরে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা : The office of the additional  director Central Government Health Scheme 6, Esplanade East,Kolkata -700069

কি কি ডকুমেন্ট লাগবে: আবেদন পত্রের সঙ্গে যে সকল নথিগুলি দিতে হবে সেগুলি হলো –

  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  •  জন্মের প্রমাণ পত্র
  • আধার কার্ড

আবেদন পত্র জমা করার শেষ তারিখ: আগামী ৩১/০৮/২০২৪।

গুরুত্বপূর্ন লিংক

অফিসিয়াল নোটিফিকেশন Download
নতুন চাকরির খবর Click Here
WhatsApp ChannelJoin Now

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update