Class 10th Pass College Job Recruitment 2024: পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের কাছে রয়েছে এক বড় সুখবর। তেজপুর বিশ্ববিদ্যালয়ে (Tezpur University) নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে বিভিন্ন পদে আবেদন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের ২৩টি জেলা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন। যে সকল চাকরি প্রার্থী চাকরি খুঁজছেন আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন।
এক নজরে >>
এখানে কিভাবে আবেদন করতে হবে। এখানে দুটি পদ্ধতিতে আবেদন নথিভুক্ত জানাতে হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে বুঝিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই এই প্রতিবেদনে শেষ পর্যন্ত ভালো করে পরে তার পর আবেদন করবেন।Class 10th Pass College Job Recruitment 2024
Class 10th Pass College Job Recruitment 2024:মাধ্যমিক পাশে কলেজে নতুন কর্মী নিয়োগ
নিয়োগকারী সংস্থা দেখুন : তেজপুর বিশ্ববিদ্যালয়ে (Tezpur University) দপ্তরের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে।
পদের নাম: চাকরি প্রার্থী নন্যতম মাধ্যমিক পাস থাকলে parthiraaএখানে অনেক ধরনের পদে আবেদন করতে পারবে। পদগুলি হল।
- Lower Division Clerk
- Multi Tasking Staff
- Upper Division Clerk
- Junior Accountant
- Laboratory Assistant
- Assistant
- Assistant Registrar
- Deputy Registrar
- Internal Audit Officer
- Registrar
চাকরির খবর: DRDO Job Vacancy 2024: কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন চলছে,
বয়স সীমা : আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৫৭ বছরের মধ্যে হতে হবে। তবে এখানে বিভিন্ন পদে বিভিন্ন রকম বয়স উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রতিটি পদের বয়স বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নোটিশটি ডাউনলোড করে দেখুন।
বেতন সীমা : এখানে চাকরি পেলে প্রত্যেক ব্যক্তিকে প্রতি মাসে ১৯০০০ টাকা করে বেতন দেওয়া হবে। এছাড়াও প্রতিটি পদের ক্ষেত্রে এখানে আলাদা আলাদা বেতন উল্লেখ করা হয়েছে। ভালো পরিমাণের বেতন রয়েছে এই চাকরিতে।
শিক্ষাগত যোগ্যতা : মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের নূন্যতম যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। অথবা আই টি আই পাস করা থাকলেও আবেদন করতে পারবেন। তবে প্রতিটি পদের ক্ষেত্রে একই শিক্ষক যোগ্যতা চাওয়া হয়নি। প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা রকম যোগ্যতা চাওয়া হয়েছে। আবেদন করার পূর্বে অবশ্যই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নেবেন।
নতুন আপডেট: HS AI Subjects Add: উচ্চ মাধ্যমিকে AI পড়ানোর সুযোগ! সবাই কি পাবে? কি জানালো সংসদ, নোটিশ দেখে নিন
আবেদন পদ্ধতি : চাকরিপ্রার্থীদের এখানে দুটি পদ্ধতিতে আবেদন করতে হবে।
- ১) সর্বপ্রথম চাকরিপ্রার্থীকে অনলাইনের মাধ্যমে যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- ২) এরপর অনলাইনে আবেদন করার পরে আবেদন পত্রটি প্রিন্ট আউট করে নিয়ে সেটিকে অফলাইনের মাধ্যমে নির্দিষ্ট সময়ের আগে পাঠিয়ে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৮ শে মার্চ, ২০২৪ তারিখ থেকে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৫ই মে, ২০২৪ তারিখ পর্যন্ত। অফলাইনে আবেদনের শেষ তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দিয়েছে ২৫শে মে- ২০২৪ তারিখ পর্যন্ত নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্র পাঠিয়ে দিতে হবে।
প্রয়োজনীয় লিংক:
Notification 📣 | Click Here |
Online আবেদন | Click Here |
Official Site | Click Here |
আমাদের পেজ | Click Here |