Gramin Dak Sevak: চলতি বছরে অপেক্ষারত সকল চাকরি প্রার্থীদের বড়ো সুখবর। ভারতীয় ডাক বিভাগে বিশাল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার চর্চা চলছে।সবমিলিয়ে ৬২,২২০ টি শূন্যপদে নিয়োগ। নুন্যতম মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে আবেদন করা যাবে।
এক নজরে >>
দেশের সরকারি কর্মচারীদের মধ্যে বর্তমানে যে চাকরি নিয়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে তা হল গ্রামীণ ডাক সেবক বা জিডিএস (GDS) । সম্প্রতি ভারতীয় ডাক বিভাগের এই পদে বিশাল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার চর্চা চলছে সামাজিক মাধ্যমগুলিতে।
আরও পড়ুন: WB Peon Job Vacancy 2024: অষ্টম শ্রেণী পাশে পিওন পদে চাকরি, নিয়োগ শুরু!
Gramin Dak Sevak Recruitment 2024: পোস্ট অফিসে ৬২২২০টি শূন্য পদে কর্মী নিয়োগ!
এই পদে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? সকল প্রকার প্রশ্নের উত্তর পাবে এই প্রতিবেদনে। তাই অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিজের দায়িত্বে আবেদন করবেন।
এই পদে আবেদনের জন্য যোগ্যতা
ভারতীয় ডাক বিভাগের এই পদটিতে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস করে থাকতে হয় চাকরিপ্রার্থীদের। অর্থাৎ দেশের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে দশম শ্রেণী পাস করলেই এই পদে আবেদনের জন্য যোগ্য হয়ে যায় চাকরি প্রার্থীরা। তবে অবশ্যই চাকরিপ্রার্থীদের বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হয়।
GDS এর শূন্যপদের সংখ্যা
সম্প্রতি ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশের পরেই দেশজুড়ে চর্চা শুরু হয়েছে, তা হল GDS এর জন্য মোট শূন্যপদের সংখ্যা। পূর্বে প্রায় ৩৫ হাজারের কাছাকাছি শূন্যপদ রয়েছে বলে চর্চা হলেও বর্তমানে প্রায় দ্বিগুণ শূন্যপদের ঘোষণা করা হয়েছে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে।
নতুন খবর: WB Health Job Recruitment 2024: স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগ, আবেদন শুরু হয়েছে!
এই ঘোষণার পরেই খুশির জোয়ার সারা দেশ জুড়ে। শুধুমাত্র মোট শূন্যপদের সংখ্যাই নয়, ডাক বিভাগের কোন সার্কেলে কত শূন্যপদ রয়েছে সেই সম্পর্কেও পরিষ্কার ভাবে জানানো হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমেই। তাহলে আসুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে কোন সার্কেলে কতগুলি শূন্যপদ রয়েছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
GDS নিয়োগের ক্ষেত্রে কোন সার্কেলে কতগুলি শূন্যপদ রয়েছে?
রাজ্যের নাম | মোট শূন্যপদ |
বিহার | ৪৯৮১ |
ছত্রিশগড় | ১৫৮৬ |
দিল্লি | ৫৫১ |
গুজরাট | ২২২৬ |
জম্মু ও কাশ্মীর | ৬১৬ |
বিজ্ঞপ্তি অনুসারে দেখা যাচ্ছে যে সব থেকে বেশি শূন্যপদ রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে। উত্তর প্রদেশ রাজ্যের জিডিএস (GDS) নিয়োগের ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা ১০১৭৩টি। পশ্চিমবঙ্গ রাজ্যেই এই পদে নিয়োগ করা হতে চলেছে মোট ৩৯৪৯ জনকে। অর্থাৎ সবমিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা হল ৬২,২২০ টি।
নতুন আপডেট: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা
অতি শীঘ্রই দেশজুড়ে গ্রামীণ ডাক সেবক পদে কর্মী নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হয়ে যাবে। তাই এই সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন পদ্ধতি বিশদে জানার জন্য আমাদের নিচে কমেন্ট করে জানাতে পারেন। এমনই আরও আপডেট পাওয়ার জন্য আমাদের পেজটিকে নিয়মিত ভাবে ফলো করুন।
প্রয়োজনীয় লিংক
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.indiapost.gov.in |
আমাদের সাইট | Click Here |