উচ্চমাধ্যমিক

HS EDUCATION Suggestions 2025 (উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন 2025)

HS EDUCATION Suggestions 2025 (উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন 2025)
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

HS Education Suggestions 2025: প্রিয় উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমাদের ভালো সাফল্য কামনা করে Wbexamalert বাংলা । তাই পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য আমরা সাজেশন দেওয়া শুরু করেছি। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য এগুলি যদি তোমরা ভালোভাবে প্রাকটিস করো তাহলে তোমরা পরীক্ষায় কিছু Comon পেতে পারো।

আরও পড়ুন: WB 10th Pass Jobs 2024: বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে স্কিল ইন্ডিয়ার মাধ্যমে ৫ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ চলছে!

HS EDUCATION Suggestions 2025 (উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন 2025)

Q.1 প্রাচীন অনুবর্তন বা সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখ।

Ans:-

বিষয় প্রাচীন অনুবর্তনসক্রিয় অনুবর্তন
1) স্রষ্টা শারীরি বিজ্ঞানী আইভ্যান প্যাভলপ মনোবিজ্ঞানী বি এফ স্কিনার
2) সংগঠন এর সংগঠনটি হল
S1———–R1

S2———-R2
এর সংগঠনটি হল
S1———R1——S2—-R2
3) গবেষণার প্রাণী প্যাভলফ তার গবেষণাটি করেছিলেন কুকুরকে নিয়ে।স্কিনার তার গবেষণাটি করেছিলেন ইদুর ও পায়রা কে নিয়ে।
4) অনুবর্তনের ভিত্তিএটি উদ্দীপক কেন্দ্রিক, S টাইপ।এটি প্রতিক্রিয়া কেন্দ্রিক,R টাইপ।
5) শক্তিদায়ক সত্তাএক্ষেত্রে শক্তি দায়ক উদ্দীপক পূর্বেই উপস্থাপিত হয়।এক্ষেত্রে শক্তি দায়ক উদ্দীপকটি প্রতিক্রিয়া করার পর প্রস্তাবিত হয়।
6) স্নায়ুতন্ত্রএটি প্রাণীর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়।এটি প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়।
7) ইচ্ছা শক্তিএই কৌশলটি প্রাণীর ইচ্ছাধীন নয়। এই কৌশলটি প্রাণীর ইচ্ছাধীন।
8) আচরণের প্রকৃতিপ্যাভলভের তথ্যটিকে Type-i শিখন বলে।কিনাদের অনুবর্তন তত্ত্বটিকে Type-ii শিখন বলে।
9) উদ্দীপকের উপস্থাপনাপ্রাণীর অনুবর্তনে স্বাভাবিক উদ্দীপক অনুবর্তীতে উদ্দীপকের সঙ্গে যুক্ত থাকেঅপারেন্ট অনুবর্তনে প্রতিক্রিয়ার সঙ্গে শক্তিদায়ক উদ্দীপক যুক্ত থাকে
10) উদ্দীপকের প্রকারএখানে দুটি উদ্দীপক থাকে যথা -একটি স্বাভাবিক এবং অপরটি বিকল্প এখানে শুধুমাত্র একটি উদ্দীপক থাকে
11) অনুবর্তনের ভূমিকাএক্ষেত্রে উদ্দীপকের প্রতিস্থাপন হলে অনুবর্তনের মূল বিষয়এক্ষেত্রে আচরণের উন্নতি করনই হলো মূল বিষয়।
12) মূল ভিত্তিপ্রাচীন অনুবর্তনের সময় নিয়ন্ত্রণের ওপর জোর দেওয়া হয়
সক্রিয় অনুবর্তনে প্রেষণা ও পুরস্কার এর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়।
13) প্রতিক্রিয়ার ধরনএখানে অনুবর্তিত প্রতিক্রিয়া প্রত্যাশা মূলকএখানে অনুবর্তিত প্রতিক্রিয়া নির্দেশমূলক
14) গতির অভিমুখপ্রাচীন অনুবর্তনের গতি সামনের দিকে অর্থাৎ আগে উদ্দীপক তারপর প্রতিক্রিয়া।সক্রিয় অনুবর্তনের গতি পশ্চাৎমুখী অর্থাৎ আগে প্রতিক্রিয়া তারপর উদ্দীপক
15) প্রতিক্রিয়ার শক্তি অনুবর্তনে প্রতিক্রিয়ার শক্তি প্রারম্ভিক অবস্থায় শূন্য থাকে এক্ষেত্রে কোন শূন্য শক্তি সম্পন্ন প্রতিক্রিয়ার কথা ভাবা হয় না
16) শিখনশিশু ও ইতর প্রাণীদের ক্ষেত্রে এই ধরনের অনুবর্তন কার্যকরীউন্নত বুদ্ধি ও মানুষের দৈনন্দিন জীবনে অপারেন্ট অনুবর্তন বেশি কার্যকরী।
17) S-R বন্ধনএই অনুবর্তনে যে বন্ধন তৈরি হয় তা মূলত স্নায়ুজের জন্য হয়ে থাকে। এই যে অনুবর্তনে যে বন্ধন তৈরি হয় তা মূলত ফলাফলের দ্বারা হয়ে থাকে।

গুরুত্বপূর্ণ লিংক

শিক্ষা পর্ষদClick Here
নতুন আপডেটClick Here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Subhadip Pal

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update