উচ্চমাধ্যমিক, নোটস ও সাজেশন

Hs History Suggestions 2025 (উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025)

Hs History Suggestions 2025 (উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025)
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Hs History Suggestions 2025: প্রিয় উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমাদের ভালো সাফল্য কামনা করে Wbexamalert বাংলা । তাই পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য আমরা সাজেশন দেওয়া শুরু করেছি। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য এগুলি যদি তোমরা ভালোভাবে প্রাকটিস করো তাহলে তোমরা পরীক্ষায় কিছু Comon পেতে পারো।

সাজেশন: HS Political Science Suggestions 2025: উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন সেট 2

Hs History Suggestions 2025 (উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025)

Q.1 উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নিরূপণ কর?

Ans:- উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক-

ক) সাদৃশ্য-

১) নতুন দেশে বিস্তার–

পঞ্চদশ ষোড়শ শতাব্দীতে ভৌগলিক আবিষ্কারের সূত্রে পৃথিবীর অজানা দেশ সম্পর্কে বহু নতুন তথ্য জানা যায় ।নতুন আবিষ্কৃত দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়াতে থাকায় দেশগুলি উপনিবেশে পরিণত হয় ।উপনিবেশের সংখ্যা বা আয়তন বৃদ্ধি পেয়ে তার ধীরে ধীরে সাম্রাজ্যে পরিণত হয়।

২) আর্থিক শোষন–

উপনিবেশ ও কিংবা সাম্রাজ্য প্রতিষ্ঠা তার প্রধান উদ্দেশ্য হল আর্থিক শাসন প্রতিষ্ঠা করা ।শিল্পের জন্য প্রয়োজন সস্তা কাঁচামাল এবং শিল্পপণ্য বিক্রয় ক্ষেত্রে বাজারের গুরুত্বপূর্ণ ।স্বাভাবিকভাবে নতুন নতুন বাজার দখলের জন্য প্রতিষ্ঠিত হয় নতুন উপনিবেশ । উপনিবেশিক শক্তি গুলির স্বার্থ সংঘাতের ফলে যুদ্ধবিগ্রহ ঘটে। পরিনামে উপনিবেশ সাম্রাজ রূপ রূপ করে এবং উপনিবেশবাদ সাম্রাজ্যবাদে পরিণত হয়।

সাজেশন: HS Political Science Suggestions 2025: উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন সেট 2

৩) ক্ষমতা ও আধিপত্য–

ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার বাসনাই উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যকার সম্পর্কের মূলগত উপাদান। লুণ্ঠন ,দখলকারী প্রভৃতি আদি মনোবৃত্তি থেকে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের সৃষ্টি হয়েছে।

খ) বৈসাদৃশ্য:-

বিষয়উপনিবেশবাদসাম্রাজ্যবাদ
1.ধারণার প্রাচীনত্বউপনিবেশবাদের ধারণা সাম্রাজ্যবাদ অপেক্ষা নতুন। মোটামুটি ভাবে খ্রিস্টিয় পঞ্চদশ শতাব্দীর পর থেকেই উপনিবেশবাদের সঙ্গে পরিচিতি ঘটে ।। সাম্রাজ্যবাদের ধারণা বহু প্রাচীন বলে মনে করেন পন্ডিতরা ।প্রাচীন ভারত কিংবা রোমে সাম্রাজ্যবাদের অস্তিত্ব ছিল বলে মনে করা হয় । তবে আধুনিক অর্থে সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে খ্রিস্টীয় ষোড়শ শতাব্দী থেকে এবং উনবিংশ ও বিংশ শতাব্দীতে তা বিকাশ লাভ করে।
2. লক্ষ্যউপনিবেশ হলো অনেকাংশে নিজের দেশের এক স্বাভাবিক বিস্তার বিশেষ। কোনো দেশের উদ্বৃত্ত জনসংখ্যা কে ক্ষেত্রবিশেষে অন্য দেশে পুনর্বাসন কিংবা ব্যবসা-বাণিজ্যের স্বার্থে উপনিবেশ গড়ে তোলা হয়। সাম্রাজ্যবাদের লক্ষ্য হলো প্রত্যক্ষ সশস্ত্র অভিযানের মাধ্যমে অন্য কোন রাষ্ট্রের ভূখণ্ডের ওপর নিজে আধিপত্য প্রতিষ্ঠা করা । এক কথায় অর্থনীতির স্বার্থ সাধনের উদ্দেশ্যে পররাজ্য গ্রাস করাই হল সাম্রাজ্যবাদের মূল লক্ষ্য।
3. রূপভেদউপনিবেশবাদের সেই রকম কোন রূপভেতে নেই তবে আধুনিক উপনিবেশবাদ কে অনেকেই নয়া উপনিবেশবাদ বলে অভিহিত করে থাকেন। প্রকৃতিগত দিক থেকে সাম্রাজ্যবাদ বিভিন্ন ধরনের হতে পারে যেমন অর্থনৈতিক সাম্রাজ্যবাদ ,সামরিক সাম্রাজ্যবাদ ,সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ প্রভৃতি।
4. আধিপত্যের প্রকৃতিউপনিবেশিক রাষ্ট্র থেকে প্রচুর মানুষ এসে নতুন উপনিবেশে বসবাস করলেও তাদের আনুগত্য থাকে মাতৃভূমির প্রতি মাতৃভূমির সঙ্গে উপনিবেশের সম্পর্ক সাধারণত প্রীতি পূর্ণ হয়। সাম্রাজ্যবাদ ক্ষেত্রে সাম্রাজ্যবাদী কোন শক্তি অধিকৃত উপনিবেশে বসবাস না ও করতে পারে । শক্তিশালী রাষ্ট্র তার চরম রাজনৈতিক সার্বভৌমত্ব বিজিত অঞ্চলের ওপর কায়েম করতে সক্ষম হয়।
5. নিয়ন্ত্রণের কৌশল উপনিবেশবাদী রাষ্ট্রের বিপুল সংখ্যক মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে ।ক্রমশ তারাই উপনিবেশের রাষ্ট্রব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ কায়েম করতে শুরু করে। সাম্রাজ্যবাদের শক্তিধর দেশ সামরিক অভিযানের দ্বারা অন্য কোনো দেশ দখল করে সেখানে নিজেও প্রত্যক্ষ শাসন প্রতিষ্ঠা করে।
6. দৃষ্টান্তঊনবিংশ শতাব্দীতে ভারত ,অস্ট্রেলিয়া ,উত্তর আমেরিকা ,আলজেরিয়া প্রভৃতি দেশে ইউরোপীয় উপনিবেশ স্থাপিত হয়েছিল। ঊনবিংশ শতাব্দীর শেষ পর্যায়ে আফ্রিকার উপর ইউরোপের শক্তিধর দেশগুলোর আধিপত্য প্রতিষ্ঠা হয়েছিল

সরকারী চাকরির খবর: WB Gram Panchayat Job Apply Process 2024: গ্রাম পঞ্চায়েতে ৬,৫৫২টি শূন্যপদে নিয়োগ শুরু?

উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update