উচ্চমাধ্যমিক, নোটস ও সাজেশন

HS Political Science Suggestions 2025: উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন সেট 2

HS Political Science Suggestions 2025
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

HS Political Science Suggestions 2025: প্রিয় উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীরা রাষ্ট্রবিজ্ঞান এর সমস্ত অধ্যায় এর  নোটস এবং সাজেশন এর পিডিএফ আজ তোমরা পাবে। রাষ্ট্রপোস্টের শেষে তোমরা পিডিএফ এর লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে, পরবর্তীতে নিজেদের সুবিধার জন্য পড়তে পারবে। বিজ্ঞান এর প্রথম অধ্যায় এ কোনো MCQ এবং SAQ হয় না । শুধু বড়ো প্রশ্ন হয়, এবং এগুলি যদি তোমরা ভালোভাবে প্রাকটিস করো তাহলে তোমরা পরীক্ষায় কিছু Comon পেতে পারো।

HS Political Science Suggestions 2025: প্রথম অধ্যায় -DAQ (Part-2)

1.  জাতীয় স্বার্থের সংঙ্গা দাও। জাতীয় স্বার্থের প্রকৃতি ব্যাখ্যা করো। (2+6)

উ:-

জাতীয় স্বার্থে র সংঙ্গা:-

                                                  জাতীয় স্বার্থ হলো আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। জাতীয় স্বার্থ বলতে কোনো সেই সব লক্ষ ও উদ্দেশ্য, আশা আকাঙ্খা বোঝায় যা পূরন করার লক্ষ্যে রাষ্ট্র সর্বদা সচেষ্ট থাকে। আবার রাষ্ট্রবিজ্ঞানি গন বিভিন্ন দৃষ্টি কোন থেকে জাতীয় স্বার্থ এর সংঙ্গা বিশ্লেষণ করেছেন। যথা  -কৌলম্বিস  ও উলফে এর মতানুসারে জাতীয় স্বার্থ জাতি রাষ্ট্র সমূহের বিষয় গত ও বিষয়ী গত দৃষ্টি ভঙ্গির সমন্বয়। আবার অধ্যাপক হাট ম্যান বলেন, জাতীয় স্বার্থ হলো বিভিন্ন ধরনের আকাঙ্খা যা একটি সার্বভৌম রাষ্ট্র অর্জন করতে চায়। HS Political Science Suggestions 2025

জাতীয় স্বার্থ এর প্রকৃতি:-

                                      কোন স্থানের নেত্রী স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিত্ব, কখনো বা শাসক গোষ্ঠী তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে জাতীয় স্বার্থের প্রকৃতিকে বিশ্লেষণ করেছেন ।যথা            

১) জাতীয় স্বার্থ সম্পর্কে বাস্তববাদী তত্ত্ব:-

                                                              বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা হ্যাঞ্চ যে মর্গ্যান্থাও এর মতে ,ক্ষমতা লাভ ও জাতীয় স্বার্থ অভিন্ন, মূলত ক্ষমতা কেন্দ্রিক স্বার্থের প্রেক্ষিতে রাষ্ট্রনেতারা তাদের কাজ কর্ম পরিচালনা করে থাকেন। তার মতে ,কোন দেশের বিদেশ নীতি তথ্যগতভাবে জাতীয় স্বার্থ ও মতাদর্শের ভিত্তিতে নির্ধারিত হয়।

২) জাতীয় স্বার্থ ও ক্ষমতা:-

                                         আন্তর্জাতিক ক্ষেত্রের প্রতিটি দেশের নেতৃবৃন্দ ক্ষমতা কেন্দ্রের রাজনীতি দ্বারা পরিচালিত হয়। প্রতিটি রাষ্ট্র তার দেশের বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে জাতীয় ক্ষমতাকে গুরুত্ব দেয়। আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় ক্ষমতা নির্ধারণ দাঁড়াই জাতীয় স্বার্থ সুরক্ষিত হয় ।প্রতিটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থ নির্ধারণে ভৌগোলিক সংহতি সর্বদা রক্ষা করতে চায়। কারণ প্রতিটি রাষ্ট্রের ভৌগোলিক সংহতি নির্ভর করে সেই রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনৈতিক কাঠামো, দেশের জনগণের গ্রহণ ও স্বীকৃতি  প্রদানের উপর।

আরও দেখুন: Wb Govt Jobs Recruitment 2024: রাজ্যে ক্লার্ক ও সহায়ক পদে নিয়োগ শুরু, আবেদন করুন

৩) জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়:-

                                                               জাতীয় স্বার্থকে অবহেলা করা কোন দেশের পক্ষে সম্ভব নয়। জাতীয় স্বার্থের পরিপ্রেক্ষিতে একটি রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে দরকষাকষি রাজনীতিতেই কতটুকু লোকসান করলো তার হিসাব সহজেই করা যায়। তাছাড়া একটি দেশের জাতীয় স্বার্থের মধ্যে দেশের নিরাপত্তা সার্বভৌমত্বকে সুনিশ্চিত করা। জাতীয় উন্নয়ন ,অর্থনৈতিক ক্ষমতা জাতীয় মূল্যবোধ প্রভৃতি বিষয়গুলি জড়িত রয়েছে ।এ প্রসঙ্গে বলা যায় বিদেশ নীতি নির্ধারণের যত মহৎ উদ্দেশ্য পালনের কথা হতো না কেন শেষ পর্যন্ত জাতীয় স্বার্থ সকল উদ্দেশ্য কে ছাপিয়ে যায়।

            উপরোক্ত আলোচনা থেকে বলা যায় ,বর্তমান সময় জাতীয় স্বার্থের প্রাসঙ্গিকতা রয়েছে ।তাই কোন রাষ্ট্রের পক্ষে জাতীয় স্বার্থ কে অবহেলা করে বিদেশ নীতি রচনা করা সম্ভব নয়।

চাকরির খবর: Class 10th Pass College Job Recruitment 2024:মাধ্যমিক পাশে কলেজে নতুন কর্মী নিয়োগ শুরু হল

HS Political Science Suggestions 2025 (Part 3)

2) জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও ।জাতীয় স্বার্থে রক্ষার বিভিন্ন উপায় গুলি আলোচনা করো।

উ:-

জাতীয় স্বার্থের সংজ্ঞা:-

                                   জাতীয় স্বার্থ হলো আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। জাতীয় স্বার্থ বলতে কোন জাতির সেইসব লক্ষ্য ও উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষাকে বোঝায় যা পূরণ করার লক্ষ্যে রাষ্ট্র সর্বদা সচেষ্ট থাকে ।আবার রাষ্ট্রবিজ্ঞানীগণদের বিভিন্ন দৃষ্টি কোন থেকে জাতীয় স্বার্থের সংজ্ঞা বিশ্লেষণ করেছেন। যথা- কৌলম্বীস ও উলফের মতানুসারে জাতীয় স্বার্থ জাতি রাষ্ট্র সময়ের বিষয় গত ও বিষয়গত দৃষ্টিভঙ্গির সমন্বয় ।আবার অধ্যাপক হার্ট ম্যান বলেন ,জাতীয় স্বার্থ হলো বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা যা একটি সার্বভৌম রাষ্ট্র অর্জন করতে চায়।          

জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়:-

                                                জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় গুলি হল –

১) কূটনীতি:-

                  বর্তমানে কূটনৈতিক উদ্যোগ ও আয়োজনকে জাতীয় স্বার্থ রক্ষা হিসেবে বিবেচনা করা হয়। কুটনৈতিক ক্ষেত্রে কূটনীতিবিদেরা কোন দেশের বিদেশনীতিকে অন্যান্য রাষ্ট্রের কাছে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করে তোলেন । তারা নিজেদের সে জাতীয় রক্ষার জন্য তিনটি পদ্ধতি অনুসরণ করে থাকে ,যথা -a) আস্থা অর্জন ,b) আপস মীমাংসা এবং, c) বল প্রয়োগের ভিত্তি প্রদর্শন।

২) প্রচার কার্য পরিচালনা:-

                                         জাতীয় স্বার্থ রক্ষার উদ্দেশ্য হলো প্রচার মাধ্যমকে হাতিয়ার করে বিদেশ নীতি কে সাফল্য লাভের চেষ্টা করা ।যেমন- প্রত্যেক দেশের সরকার দেশের পর রাষ্ট্র নীতির  সাপেক্ষ গণমাধ্যম সময়ের সাহায্যে ব্যাপক প্রচার কার্য পরিচালনা করে ।প্রতিটি রাষ্ট্রের উদ্দেশ্য হলো তার নীতি সময়ে কে সমগ্র বিশ্বের দরবারে গ্রহণযোগ্য করে বিশ্ব জনমত গঠন করা। HS Political Science Suggestions 2025

৩) জোট গঠন:-

                        নিজেদের সাধারণ জাতীয় স্বার্থ সংরক্ষণ শক্তি বৃদ্ধি প্রভৃতি চিন্তাভাবনার ভিত্তিতে একাধিক রাষ্ট্র যৌগ গঠনের সামিল হয়। যেমন ঠান্ডা লড়াইয়ের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে NATOজোট গঠন করা হয়েছিল।

৪) অর্থনৈতিক সহযোগিতা:-

                                          আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পদশালী দেশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এবং জাতীয় স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে দরিদ্র দেশগুলির দিকে অর্থনৈতিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।এর উদ্দেশ্য হল ঋণ গ্রহণকারী রাষ্ট্রগুলির অকুণ্ঠ সমর্থন আদায় করা।

৫) শক্তি প্রয়োগ:-

                          জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্যে শক্তিধর রাষ্ট্রগুলি শক্তি প্রয়োগ করে কিংবা শক্তিধর রাষ্ট্রগুলি নিজেদের জাতীয় স্বার্থ চরিতার্থ করার জন্য অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করে ।যেমন -আমেরিকার ইরাক আক্রমণের কথা উল্লেখ করা যায়।

          পরিশেষে বলা যায় জাতীয় স্বার্থ রক্ষার উদ্দেশ্যে পরিস্থিতি অনুযায়ী একটি রাষ্ট্র জাতীয় স্বার্থ রক্ষার পদ্ধতিগুলির মধ্যে এক বা একাধিক পদ্ধতি অনুসরণ করতে পারে।

উচ্চ মাধ্যমিক সাজেশন: HS Political Science Suggestions 2025 : উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন, নম্বর এখন হাতের মুঠোয়!

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update