HS Result 2024 Date West Bengal: অবশেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিন ঘোষণা হলো। এতদিন যে সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকেরা চিন্তায় ছিলেন তাদের আর চিন্তার কারণ থাকলো না। কিন্তু সকল ছাত্র ছাত্রীদের মনে প্রশ্ন জাগছে তার কি ৮ মে পরীক্ষার রেজাল্ট হাতে পাবে? কিভাবে তারা মার্কসিট পাবে? সকল প্রশ্নের উত্তর নিয়ে এই প্রতিবেদন । সম্পূর্ণ দেখেনিন
এক নজরে >>
HS Result 2024 Date West Bengal: উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কসিট কি হাতে পাবে?
চলতি বছরে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে ছিল তার ফলাফল প্রকাশিত হতে চলেছে ৮ মে ২০২৪ । এই দিন সর্ব প্রথম সংবাদ মাধ্যমে ও তারপরে অনলাইন ছাত্র ছাত্রীরা তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
নতুন আপডেট: Wb HS Result Date Announced 2024: উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখবেন? ভুল করবেন না
তবে খবর সুত্রে জানা যায়, ৮ মে অনলাইন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হলেও কিন্তু, ছাত্র ছাত্রীর সেই দিনে তাদের মার্কসিট হতে পাবে না। অনলাইন তাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার দু-দিন পর তারা মার্কসিট হাতে পাবে।
HS Result Date 2024 West Bengal: উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন ?
যে সকল পরীক্ষার্থীরা তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে চায় তারা wbresults.nic.in সাইটে গিয়ে পরীক্ষার ফলাফল দেখে নিতে পারে। তবে একই সঙ্গে সকল ছাত্র ছাত্রী তাদের রেজাল্ট দেখার জন্য wbresults.nic.in সাইটে প্রবেশ করলে সাইটে স্লো হয়ে যেতে পারে ।
আরও পড়ুন : WB Madhyamik Result Date Check 2024: মাধ্যমিক রেজাল্ট ২ মে, কোন সাইটে দেখা যাবে?
তাই ছাত্র ছাত্রীর নিচে দেওয়া সাইটে গুলিতে তাদের রেজাল্ট দেখতে পারে।