সরকারী চাকরী

IBPS so po Recruitment 2024 PDF, গ্রামীণ ব্যাংকে ৫৩৫১ শূন্যপদে কর্মী নিয়োগ

IBPS so po Recruitment 2024 PDF, গ্রামীণ ব্যাংকে ৫৩৫১ শূন্যপদে কর্মী নিয়োগ
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

IBPS so po Recruitment 2024 PDF: পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীরা দীর্ঘ দিন ধরে চাকরির সন্ধান করছে তাদের জন্য রইলো বড়ো সুখবর। চলতি বছরে ভারতের ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS)-এর কমিটির তরফে SO ও PO পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করার জন্য প্রার্থীদেরকে 28/08/24 তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

যে সকল আগ্রহী প্রার্থীর এখানে আবেদন করবে তাদের কি কি ডকুমেন্ট লাগবে? কিভাবে তারা আবেদন করবে? বয়স সীমা কত থাকলে আবেদন করা যাবে? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে।

নতুন চাকরি: WB Women and Child Development Recruitment 2024: পশ্চিমবঙ্গের মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ

IBPS so po Recruitment 2024 PDF Details, গ্রামীণ ব্যাংকে কর্মী নিয়োগ

পদের নাম: ভারতের ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS)-এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে SO এবং PO পদের জন্য কর্মী নিয়োগ করা হবে।

বেতন সীমা: ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন কমিটির তরফে প্রকাশিত SO ও PO পদে ভালো পরিমাণে বেতন দেওয়া হবে। বেতন সম্পর্কে বিস্তারিত আরও জানার জন্য নিম্নে দেওয়া বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবে।

IBPS so po Recruitment 2024 PDF Eligibility Criteria, কারা আবেদন করতে পারবে

বয়স সীমা: যে সকল প্রার্থীরা SO ও PO পদের জন্য আবেদন করবে তাদের বয়স সর্বনিম্ন 20 বছর থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: WB Supervisor Job Recruitment 2024: রাজ্যে সুপারভাইজার পদে নতুন কর্মী নিয়োগ শুরু

শিক্ষাগত যোগ্যতা:

  • SO পদের জন্য শিক্ষাগত যোগ্যতা: SO পদে আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ডিগ্রি, স্নাতক ডিগ্রি ও স্নাতকোত্তর ডিগ্রি।
  • PO পদের জন্য শিক্ষাগত যোগ্যতা: PO পদে আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক ডিগ্রি।

স্কলারশিপ: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা

How to apply for the IBPS so po Recruitment 2024, IBPS পদে কিভাবে আবেদন করবে

আবেদন পদ্ধতি: সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করার জন্য সহজেই আবেদন করতে পারবে।

  • প্রথমে IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে ibps.in ভিজিট করবেন।
  • তারপর ক্যারিয়ার অথবা রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করে আবেদন লিংকে ক্লিক করবেন।
  • তারপর অনলাইনের মাধ্যমে যোগ্য প্রার্থীর সমস্ত তথ্য গুলো দিয়ে ফর্ম পূরণ করবেন এবং এরসাথে প্রয়োজনীয় নথিপত্র গুলো স্ক্যান করবেন।
  • তারপর অনলাইনের মাধ্যমে আবেদন মুল্য জমা করে অ্যাপ্লিকেশন ফর্মটি একবার ভেরিফাই করে সাবমিট করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন।

আবেদন ফী: SO ও PO পদে আবেদনের জন্য ST, SC ও PWD কাট্যাগরির প্রার্থীদের কাছ থেকে ১৭৫/- টাকা এবং বাকি অন্যান্য ক্যাটাগরির প্রার্থীদের কাছ থেকে ৮৫০/- টাকা আবেদন ফী হিসেবে চার্জ করা হচ্ছে। অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া: যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবে তাদেরকে নিম্নে দেওয়া প্রক্রিয়া অনুযায়ী নিয়োগ করা হবে।

  • প্রিলিম লিখিত পরীক্ষা
  • মেইনস লিখিত পরীক্ষা
  • ইন্টারভিউ
  • ডকুমেন্ট ভেরিফিকেশন

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু ০১/০৮/২০২৪ তারিখে
আবেদন শেষ২৮/০৮/২০২৪ তারিখে
সমস্ত পরীক্ষা হবে০৯-১২/২০২৪ তারিখ পর্যন্ত।
পরীক্ষার ফলাফল১২/২০২৪ তারিখ থেকে ০২/২০২৫ তারিখের মধ্যে।
ইন্টারভিউ হবে০২-০৩/২০২৫ তারিখে।

WB Railway Job Vacancy 2024: ভারতীয় রেলে নতুন কর্মী নিয়োগ, আবেদন শুরু হল

প্রয়োজনীয় লিংক

SO পদের অফিসিয়াল বিজ্ঞপ্তি
PO পদের অফিসিয়াল বিজ্ঞপ্তি
Download PDF
Download PDF
SO পদের আবেদন লিংক
PO পদের আবেদন লিংক
Apply Now
Apply Now
অফিসিয়াল ওয়েবসাইটwww.ibps.in
নতুন নতুন চাকরির খবরClick here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Prabir

আমার নাম প্রবীর। আমি Wbexamalert এর এডমিন এবং সকল writing এর দেখাশোনা করি। স্কুল-কলেজ, চাকরি, স্কলারশিপ সমস্ত বিষয়ে পোস্ট লিখি। এছাড়াও আমি একজন Wordpress Developer ও SEO Expert.

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update