সরকারী চাকরী

মাধ্যমিক পাস থাকলেই চাকরি, ITBP তে নিয়োগ, ITBP Job Recruitment 2024

ITBP Job Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ITBP Job Recruitment 2024: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। চলতি বছরে ভারতীয় সেনার ইন্দো তিব্বত বর্ডার পুলিশ (ITBP) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে মোট ৮১৯ টি শূন্যপদে নিয়োগ হবে। আগ্রহী প্রার্থীদেরকে ১০/১০/২০২৪ তারিখের মধ্যে তাদের আবেদন পত্র জমা দিতে হবে।

যে সকল আগ্রহী চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে আবেদন করবে? কি কি ডকুমেন্ট লাগবে? যোগ্যতা কত দরকার? বেতন কত থাকবে? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকে প্রতিবেদনে।

স্কলারশিপ: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা

ITBP Job Recruitment 2024 Details: ITBP তে কনস্টেবল নিয়োগ

পদের নাম: আবেদন পত্র আনুযায়ী এখানে Constable (Kitchen Service) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ: সবমিলিয়ে এখানে মোট ৮১৯ টি পদ রয়েছে এর মধ্যে পুরুষদের জন্য – ৬৯৭ টি মহিলাদের জন্য – ১২২ টি

বেতন সীমা: উল্লেখিত পদে চাকরি পাওয়ার পরে তাকে শুরুতে প্রতিমাসে  ২১,৭০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৯,১০০/- টাকা বেতন প্রদান করা হবে।

ITBP Job Recruitment 2024 Eligibility Criteria: কারা আবেদন করতে পারবে

শিক্ষাগত যোগ্যতা: এই নিয়োগের জন্য আবেদন করতে আগ্রহ প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে ৫০% মার্কস সহ মাধ্যমিক পাশ করতে হবে। এবং তারসঙ্গে জাতিয় দক্ষতা কর্পোরেশনে দ্বারা স্বীকৃইনিস্টিটিউট থেকে উত্পাদন বা রান্না সম্বন্ধে কোর্স কমপ্লিট করতে হবে।

সরকারি চাকরি: WB Hostel Staff Job Recruitment 2024: হোস্টেল স্টাফ পদে কর্মী নিয়োগ

বয়স সীমা: প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে ২৫ বছরের মধ্যে থাকলে তবেই এখানে আবেদন করতে পারবে।

How to Apply for the ITBP Job Recruitment 2024: কিভাবে আবেদন করবে

আবেদন পদ্ধতি: আগ্রহী আবেদনকারীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এরজন্য

  • আগ্রহ প্রার্থীদের ITBP এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
  • এতারপর প্রার্থীর সমস্ত তথ্য প্রদান করে আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং সঙ্গে দরকারি ডকুমেন্ট গুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
  • তারপর প্রার্থীর ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি প্রদান করতে হবে। 
  • এরপর একবার পর্যালোচনা করে আবেদন ফর্মটি জমা করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া: এই নিয়োগের জন্য যে সকল প্রার্থীরা আবেদন করার কথা ভাবছেন, তাদের বাছাই করা নিম্নলিখিত পর্যায় গুলির মাধ্যমে।

  • শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
  • শারীরিক মান পরীক্ষা (PST)
  • লিখিত পরীক্ষা।
  • ডকুমেন্ট ভেরিফিকেশন।
  • মেডিক্যাল পরীক্ষা।

চাকরির খবর: ১১০০০ টাকা বেতনে নতুন কর্মী নিয়োগ,WB Land Office DEO Recruitment 2024

আবেদন ফি: সাধারণ ( Genaral) /OBC / EWS – ক্যাটাগরি প্রার্থীদের জন্য ১০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং বাকি সমস্ত প্রার্থীদের জন্য কোনো ফি লাগবে না। 

আবেদনের শেষ তারিখ: 

অনলাইন আবেদন শুরু ০২/০৯/২০২৪ তারিখে
অনলাইন আবেদন শেষ হবে১০/১০/২০২৪ তারিখে

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল নোটিফিকেশনDownload Now
অফিসিয়াল ওয়েবসাইটApply Now
নতুন চাকরির খবরClick Here

নতুন আপডেট: WB Krishak Bandhu Online Appy 2024: কৃষক বন্ধু অনলাইনে আবেদন শুরু হল, আবেদন পদ্ধতি

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update