JGMCH Recruitment 2025: ভারতের সকল আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য বিরাট খুশির খবর। জলপাই গুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটাল (JGMCH) এর পক্ষথেকে ১৩ টি পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে থাকলেই এখানে আবেদন করা যাবে।
এক নজরে >>
এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? বয়স সীমা কত লাগবে? শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? সব কিছু বিস্তারিত থাকবে এই প্রতিবেদনে। তাই আর দেরি না করে প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিজের দায়িত্বে আবেদন করবেন।
JGMCH Recruitment 2025 Overview: জলপাই গুড়িতে নতুন কর্মী নিয়োগ
সংস্থার নাম | জলপাই গুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটাল (JGMCH) |
পদের নাম | House staff ship |
মোট শূন্যপদ | ১৩ টি |
অফিসিয়াল ওয়েবসাইট | wbhealth.gov.in |
মাসিক বেতন: যে সকল প্রার্থীরা চাকরির জন্য বাছাই হবে তাদের মাসিক বেতনের উল্লেখ নেই তবে এই পদের জন্য ভালো বেতন প্রদান করা হবে। আর জানার জন্য অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নেবে।
Jalpaiguri কর্মী নিয়োগ 2025
- এই পদের জন্য মোট ১৩ জন কর্মী নিয়োগ করা হবে।
JGMCH Recruitment 2025 Apply Criteria: শিক্ষাগত যোগ্যতা JGMCH নিয়োগ 2025
শিক্ষাগত যোগ্যতা: জলপাই গুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটাল (JGMCH) এর পক্ষথেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত পদে আবেদন করার জন্য আবেদনকারীকে, যে কোন স্বীকৃত মেডিকেল প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে ।
আর পড়ুন: জগদীশচন্দ্র বোস স্কলারশিপে মাসে পাবে ৪০০০ টাকা! Jagadish Chandra Bose Scholarship 2024
বয়স সীমা : যে সকল আগ্রহীপ্রার্থীরা এখানে আবেদন করবে তাদের বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
- জলপাই গুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটাল (JGMCH) এর পক্ষথেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত পদে কর্মীদের নিয়োগ ইন্টারভিউ এর মাধ্যমে হবে ।
আবেদন ফি
- এই পদের জন্য কোন আবেদন ফ্রী লাগবেনা ।
How to apply BSP Recruitment 2025: কিভাবে আবেদন করবে
আবেদন পদ্ধতি: এখানে আবেদন প্রক্রিয়া অফলাইনের (জলপাই গুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটাল (JGMCH) is walk-in interview only) মাধ্যমে করা হবে।
আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে
- জন্ম তারিখের প্রমাণ (দশম শ্রেণীর শংসাপত্র বা জন্ম শংসাপত্র)
- এমবিবিএস ডিগ্রি, পিজি ডিপ্লোমা/ডিগ্রি সার্টিফিকেট
- MCI/NMC/SMC-এর সাথে নিবন্ধন শংসাপত্র
- অভিজ্ঞতার শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
- শ্রেণী/বর্ণ শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
- ফটো আইডি প্রুফ (আধার, প্যান, পাসপোর্ট, ইত্যাদি)
ওয়াক-ইন ইন্টারভিউতে যোগ যোগের ঠিকানা: Office of the Principal, Jhargram Govt. Medical College and Hospital, Vidyasagar Pally, PO & Dist.- Jhargram PIN 721507 on or before 14-May-2025
গুরুত্বপূর্ণ তারিখ
- Start Date to Apply Offline: 30-04-2025
- Last Date to Apply Offline: 14-May-2025
- Last Date for receipt of application By Hand: 15th May 2025
- Last Date for Original document verification & counseling: – 19th May 2025
গুরুত্বপূর্ন লিংক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |