OIL Job Recruitment 2024: পচিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য রইল সবচেয়ে বড় সুখবর। ওয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL) কোম্পানির পক্ষ থেকে একটি নতুন নোটিশ জারি করেছে। যেখানে প্রার্থীদের ড্রিলিং ইঞ্জিনিয়ার,সিভিল ইঞ্জিনিয়ার ও অন্যান্য পদে আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছে।
এক নজরে >>
যে সকল আবেদন কারীর এখানে আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্ট লাগবে? বেতন, বয়স সীমা কত থাকবে ? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে।
OIL Job Recruitment 2024 Details: অয়েল ইন্ডিয়ায় চাকরি বিস্তারিত
পদের নাম: এখানে প্রার্থীদের ড্রিলিং ইঞ্জিনিয়ার,সিভিল ইঞ্জিনিয়ার ও অন্যান্য পদে নিয়োগ করা হবে।
মোট শূন্য পদ: ওয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL) কোম্পানির পক্ষ থেকে মোট 07 টি শূন্য পদে নিয়োগ করা হবে।
বেতন সীমা: এখানে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা বেতন রাখা হয়েছে। তবে যে সকল প্রার্থীরা এখানে চাকরি পাবে তাদের মাসিক বেতন 70000/- টাকা থেকে 80000/- টাকা দেওয়া হবে।
OIL Job Recruitment 2024 Eligibility Criteria: কারা কারা আবেদন করতে পারবে
বয়স সীমা: এই নিয়োগের ক্ষেত্রে সব পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ২৪ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছর মধ্যে হলে আবেদন জানাতে পারবেন।
চাকরির খবর: WB Supervisor Job Recruitment 2024: রাজ্যে সুপারভাইজার পদে নতুন কর্মী নিয়োগ শুরু
শিক্ষাগত যোগ্যতা:
পদের নাম | যোগ্যতা |
---|---|
ড্রিলিং ইঞ্জিনিয়ার | এই পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পেট্রোলিয়াম অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। |
সিভিল ইঞ্জিনিয়ার | যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে। |
রসায়নবিদ | এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের BE / B.Tech অথবা রসায়নে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে। |
ভূতত্ত্ববিদ | এই পদে আবেদন করার ক্ষেত্রে ভূতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রী অথবা জিওলজিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করতে হবে। |
How to Apply for the OIL Job Recruitment 2024: কিভাবে আবেদন করবে
নিয়োগ প্রক্রিয়া: ওয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL) পক্ষথেকে ২০২৪ এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা হবে।
স্কলারশিপ: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা
আবেদন প্রক্রিয়া: যে সকল আগ্রহী প্রার্থীরা উপরোক্ত পদগুলির জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের এখানে কোনরকম অনলাইন বা অফলাইন আবেদন জানাতে হবে না সরাসরি ইন্টারভিউ দিন প্রয়োজনীয় নথিপত্র গুলি সঙ্গে নিয়ে উপস্থিত থাকলেই হবে।
ইন্টারভিউ স্থান: মহানদী বেসিন প্রকল্প (পূর্বে বে এক্সপ্লোরেশন প্রকল্প) তেল ইন্ডিয়া লিমিটেড IDCO টাওয়ার, ৩য় তলাজনপথ, ভুবনেশ্বর – ৭৫১০২২ওড়িশা, ভারত
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন করার তারিখ | ১৬/০৮/২০২৪ |
ইন্টারভিউর তারিখ | ১৬/০৮/২০২৪ |
গুরুত্তপূর্ণ লিংক
অফিসিয়াল নোটিফিকেশন | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | www.oil-india.com |
নতুন চাকরির খবর | Click here |