সরকারী চাকরী

Punjab National Bank Recruitment 2024: PNB ব্যাংকে ২৭০০টি শূন্য পদে কর্মী নিয়োগ!

Punjab National Bank Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Punjab National Bank Recruitment 2024: যে সকল চাকরি প্রার্থীরা দীর্ঘ দিন ধরে ব্যাংকে চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য বড়ো সুখবর। চলতি বছরে PNB ( Punjab National Bank) এর পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল চাকরি প্রার্থীরা নুন্যতম স্নাতক পাশ করেছেন তারাই এখানে আবেদন করতে পারবে।

এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়স কি লাগবে? বেতন কত থাকবে? সব কিছু থাকবে এই প্রতিবেদনে। অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আরও পড়ুন: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা

Punjab National Bank Recruitment 2024: PNB ব্যাংকে ২৭০০টি শূন্য পদে কর্মী নিয়োগ

পদের নাম: পাঞ্জাব ন্যাশানাল ব্যাংক আগ্রহী প্রার্থীদের নিয়োগ করছে অ্যাপ্রেন্টিস পদে।

শূন্যপদের সংখ্যা: এখানে সবমিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা আছে ২৭০০ টি। এরমধ্যে জেনারেল প্রার্থী- ১১৮৩, এসটি প্রার্থী- ১৬৭, এসসি প্রার্থী- ৪৮১ EWS প্রার্থী- ২৫৫ ও ওবিসি প্রার্থী- ৬১৪

পদের নাম পদের সংখ্যা
জেনারেল(Gen)১১৮৩
এসটি১৬৭
এসসি৪৮১
EWS ২৫৫
ওবিসি(OBC)৬১৪

PNB ব্যাংকের বেতনসীমা

পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকের অ্যাপ্রেন্টিস পদে চাকরির জন্য নির্বাচিত হওয়া প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১০,০০০-১৫০০০ টাকা পর্যন্ত।

চাকরির খবর: Wb Govt Jobs Recruitment 2024: রাজ্যে ক্লার্ক ও সহায়ক পদে নিয়োগ শুরু, আবেদন করুন

শিক্ষাগত যোগ্যতা (PNB Apprentice Education Qualification 2024):

পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকের অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন।

বয়সসীমা (PNB Recruitment Age Limit 2024):

পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকের অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের সর্বনিম্ন বয়স ২০ বছর থেকে সর্বোচ্চ বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।

কিভাবে আবেদন করবেন (How to Apply for Punjab National Bank Apprentice Recruitment 2024)

আগ্রহী প্রার্থীদের কে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য সর্বপ্রথম PNB এর অফিসিয়াল ওয়েবসাইটে pnbindia.in যেতে হবে। তারপর আবেদন লিংকে ক্লিক করে আবেদনকারীর নাম, ঠিকানা সহ অভিভাবকের নাম এসব গুলো দিয়ে নির্ভুলভাবে ফর্মটি ফিলাপ করবেন।

নতুন আপডেট: FSSAI Recruitment 2024: খাদ্য সুরক্ষা দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ!

তারপর আবেদনকারীর প্রয়োজনীয় নথিপত্র গুলো স্ক্যান করে আপলোড করবেন। তারপর একবার ভালোভাবে যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর প্রয়োজনীয় আবেদন মুল্য প্রদান করে দিবেন। আরো বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ পারবেন।

আবেদন মুল্য

পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকের অ্যাপ্রেন্টিস পদে আবেদনকারী জেনারেল, ওবিসি ও EWS প্রার্থীদের কাছ থেকে ৯৪৪/- টাকা, এসসি ও এসটি প্রার্থীদের কাছ থেকে ৭০৮ টাকা এবং PWBD প্রার্থীদের কাছ থেকে ৪৭২ টাকা আবেদন মুল্য হিসেবে চার্জ করা হচ্ছে। আবেদন মুল্য প্রদান করবেন অনলাইনের মাধ্যমে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু হয়েছে ৩০ জুন ২০২৪ তারিখ থেকে এবং শেষ হবে ১৪ জুলাই ২০২৪ তারিখে। পরীক্ষা হবে ২৮ জুলাই ২০২৪ তারিখ থেকে।

কিভাবে নিয়োগ করবে

আগ্রহী প্রার্থীদের এখানে নিয়োগ হবে তিনটি ধাপে যেমন-

  • ১০০ নম্বরের লিখিত পরীক্ষা
  • প্রয়োজনীয় নথিপত্র যাচাই
  • সবার শেষে সাক্ষাতকারের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।

নতুন খবর: Beti Padhao Scholarship 2024: ছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে ১২,০০০ টাকা!

প্রয়োজনীয় লিংক

অফিসিয়াল নোটিশDownload PDF
আবেদন লিংকApply Now
অফিসিয়াল ওয়েবসাইটpnbindia.in

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Prabir

আমার নাম প্রবীর। আমি Wbexamalert এর এডমিন এবং সকল writing এর দেখাশোনা করি। স্কুল-কলেজ, চাকরি, স্কলারশিপ সমস্ত বিষয়ে পোস্ট লিখি। এছাড়াও আমি একজন Wordpress Developer ও SEO Expert.

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update