Purba Medinipur District Deta entry operator Recruitment 2025: ভারতের সকল চাকরি প্রার্থীদের জন্য বিরাট খুশির খবর। পূর্ব মেদিনীপুর জেলার ভূমি সংস্কার অফিসের পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বয়স ২১ থেকে ৪১ বছরের মধ্যে থাকলে আবেদন করা যাবে।
এক নজরে >>
এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? বয়স সীমা কত লাগবে? শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? সব কিছু বিস্তারিত থাকবে এই প্রতিবেদনে। তাই আর দেরি না করে প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিজের দায়িত্বে আবেদন করবেন।
Purba Medinipur District Deta entry operator Recruitment 2025: পূর্ব মেদিনীপুর ভূমি সংস্কার অফিসে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে!
সংস্থার নাম | পূর্ব মেদিনীপুর জেলার ভূমি সংস্কার অফিস |
পদের নাম | ডেটা এন্ট্রি অপারেটর |
মোট শূন্যপদ | ১৮ টি |
অফিসিয়াল ওয়েবসাইট | purbamedinipur.gov.in |
মাসিক বেতন: যে সকল প্রার্থীরা চাকরির জন্য বাছাই হবে তাদের মাসিক ১৩,০০০/- টাকা করে বেতন প্রদান করা হবে।
আরও পড়ুন: WB Motor Vehicle Inspector Recruitment 2025: WBPSC মোটর ভেলিকল ইন্সপেক্টর নিয়োগ
Purba Medinipur District Deta entry operator Recruitment 2025 Criteria: পূর্ব মেদিনীপুর ভূমি সংস্কার অফিসে চাকরি শিক্ষাগত যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এবং সঙ্গে কোনো একটি ইনস্টিটিউট থেকে কম্পিউটার কোর্স কমপ্লিট করতে হবে।
বয়স সীমা: পূর্ব মেদিনীপুর জেলার ভূমি সংস্কার অফিসের ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য প্রার্থীদের ২১ থেকে ৪১ বছর হতে হবে।
How to apply Purba Medinipur District Deta entry operator Recruitment 2025: কিভাবে আবেদন করবে
আবেদন পদ্ধতি: উল্লেখিত পদে যে সকল প্রার্থীরা আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের অবশ্যই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অনলাইনের মাধ্যমে। তারজন্য প্রার্থীদের নিচে দেওয়া কয়েকটি নির্দেশাবলী গুলি ভালো ভাবে ফলো করতে হবে।
- প্রথমে এই প্রতিবেদনের নিচে দেওয়া অনলাইন আবেদন লিংকে ক্লিক করুন।
- এরপর নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন এবং তারসাথে প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করুন।
- এরপর একবার সবকিছু ভালো ভাবে চেক করে সাবমিট বাটনে ক্লিক করে জমা করুন।
চাকরি খবর: BSF Sports Quota Recruitment 2024 Notification: ভারতীয় সেনাবাহিনীতে কর্মী নিয়োগ
নিয়োগ প্রক্রিয়া
পূর্ব মেদিনীপুর জেলার ভূমি সংস্কার অফিস নিয়োগ ২০২৫ এর জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে নিচে দেওয়া পদ্ধতির মাধ্যমে।
- লিখিত পরীক্ষা।
- কম্পিউটার পরীক্ষা।
- ইন্টারভিউ
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু | ০১/০১/২০২৫ তারিখে |
অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ | ১৫/০১/২০২৫ তারিখে |
নতুন চাকরি: Railway Ticket Seller Vacancy 2025: রেলে টিকিট সেলার কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন
গুরুত্বপূর্ন লিংক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
অনলাইনে আবেদন | আবেদন করুন |