সরকারী চাকরী

Railway TC Recruitment 2024: কোনো পরীক্ষা নেই, মাধ্যমিক পাশে আবেদন চলছে!

Railway TC Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Railway TC Recruitment 2024: পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের কাছে আরও এক বড়ো সুখবর নিয়ে এলাম। ভারতীয় রেলের পক্ষথেকে TC পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় রেল বিভাগের এই গুরুত্বপূর্ণ পদটি অন্যতম সম্মানীয় পদ। তাই যারা ভবিষ্যতে TC পদে চাকরির স্বপ্ন দেখেন তাদের জন্য সুবর্ণ সুযোগ।

নতুন আপডেট: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা

কিভাবে এই পদে আবেদন করবেন? কি কি ডকুমেন্ট লাগবে? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়স সীমা কত থাকবে? বিস্তারিত থাকবে এই প্রতিবেদনে।

Railway TC Recruitment 2024: রেলে TC পদে কর্মী নিয়োগ

প্রার্থী বাছাই পদ্ধতি

ড্রপ বক্স থেকে শুরু হবে বাছাই পর্ব। এবং শর্ট লিস্টে যেই ক্যান্ডিডেটের নাম থাকবে তাঁকে পরবর্তীতে তাঁর আসল ডকুমেন্টস এবং সেগুলির জেরক্স কপি নিয়ে উপস্থিত থাকতে হবে। এবং তারপর সেখান থেকে ফাইনালি সিলেক্ট করা হবে।

নতুন খবর: Bank of Baroda Job Recruitment 2024: Bank of Baroda তে নতুন কর্মী নিয়োগ শুরু

রেলে TC পদে শিক্ষাগত যোগ্যতা

রেলের এই পদে আবেদন করতে গেলে আবেদন কারীকে অন্তত মাধ্যমিক পাশ করতে হবে। এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের নম্বর ফর্মে দিতে হবে। এছাড়াও বেসিক ইংরেজি নলেজ থাকতে হবে। এবং শারীরিক দিক থেকে একদম ফিট থাকতে হবে। কারণ এই পদের ফর্মের সাথে আপনাকে মেডিক্যাল জমা করতে হবে।

বয়সসীমা

রেলের এই TC পদে আবেদন করতে গেলে ন্যূনতম আপনার বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বাধিক 80 বছর । ১৮ বছরের একদিনের কম হলেও এই পদে আপনি আবেদন করতে পারবেন না। এক্ষেত্রে যাদের কোন অভিজ্ঞতা নেই এবং যাদের অভিজ্ঞতা আছে তাঁরাও এই পদে আবেদন করতে পারবেন। মনে রাখবেন, রেলের এই পদে ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।

রেলে TC পদের মাসিক বেতন

রেলের এই পদের মাসিক বেতন ১৫০০০/-টাকা থেকে শুরু করে ৫০০০০/- টাকা পর্যন্ত।

কোন রেল স্টেশনে নিয়োগ চলছে?

রেলের এই  TC পদে নিয়োগটি করা হচ্ছে Eastern Railway শিয়ালদহ পক্ষ থেকে নরেন্দ্রপুর রেল স্টেশনে। অর্থাৎ সোনারপুর থেকে গড়িয়া পর্যন্ত স্টেশনে নিয়োগ করা হবে।

আরও জানুন: Post Office Job Vacancy 2024: ডাক বিভাগে কর্মী নিয়োগ, বেতন ১৯৯০০/- টাকা, আবেদন করুন

আবেদন পদ্ধতি

এই পদের ফর্মে আবেদন করার জন্য আপনার পাসপোর্ট সাইজের ফোটো লাগবে। এবং ফোটোর নীচে আপনার নিজের সই করবেন।  এরপর আপনার বাবার নাম, আপনার বয়স, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ফোন নম্বর দিয়ে দেবেন। দরকারি কাগজপত্রের মধ্যে আপনাকে আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স জমা করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

ফর্ম জমা শুরু১৯শে জুন ২০২৪
ফর্ম জমা দেবার শেষ তারিখ০৮ই জুলাই ২০২৪
ড্রপ বক্স খোলা হবে০৯/০৭/২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

Official Websiteer.indianrailways.gov.in
আবেদন ফর্মDownlaod Pdf

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update