RRB Paramedical Recruitment 2024: ভারতের সকল চাকরি প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। বর্তমানে ভারতীয় রেলের পক্ষথেকে প্যারামেডিকেল পদে প্রচুর নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক হলেই এখানে আবেদন করতে পারবে। তাই এই সুযোগ যেন হাতছাড়া না হয়।
এক নজরে >>
এখানে আবেদন করার জন্য আবেদনকারীকে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে? বেতন সীমা কত থাকবে? কিভাবে আবেদন করবে? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে। অতএব অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নতুন চাকরি: WB SDO অফিসে কর্মী নিয়োগ, বেতন, WB SDO Job Recruitment 2024
RRB Paramedical Recruitment 2024 Details: ভারতীয় রেলে প্যারামেডিকেল পদে কর্মী নিয়োগ
পদের নাম: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) এর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রার্থীদের বেশ কয়েকটি শূন্যপদে নিয়োগ করা হবে।
মোট শূন্য পদ: এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে, সেই পদের তালিকা নিম্নে দেওয়া হয়েছে।
Name of the Post | Number of Vacancies |
Audiologist & Speech Therapist | 04 |
Cardiac Technician | 04 |
Clinical Psychologist | 07 |
Dietician Level -7 | 05 |
Nursing Superintendent | 713 |
Health and Malaria Inspector Grade III | 126 |
Dental Hygienist | 03 |
Dialysis Technician | 20 |
Physiotherapist Grade II | 20 |
Lab Superitendant Grade III | 27 |
Optometrist | 04 |
Perfusionist | 02 |
Pharmacist Entry Grade | 246 |
Radiographer | 64 |
Speech Therapist | 01 |
Occupational Therapist | 02 |
ECG Technician | 13 |
Lab Assistant Grade II | 94 |
Field Worker | 19 |
Cath Laboratory Technician | 02 |
Total | 1376 |
নতুন আপডেট: WB BSK Job Recruitment 2024: রাজ্যে সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ শুরু
বেতন সীমা: RRB এর প্যারামেডিকেল পদে যে সকল প্রার্থীরা চাকরি পাবে তাদেরকে দেওয়া মাসিক বেতন প্রত্যেক পদের জন্য আলাদা। বেতনের তালিকা নিম্নে দেওয়া হলো-
Name of the posts | Salary (Expected) |
Dietician | 44900 |
Staff Nurse | 44900 |
Dialysis Technician | 35400 |
Dental hygienist | 35400 |
Health and Malaria Inspector Grade III | 35400 |
Extension Educator | 35400 |
Optometrist | 25,500 |
Lab superintendent grade III | 35400 |
Speech therapist | 29,200 |
Radiographer | 29,200 |
Physiotherapist | 29,200 |
Perfusionist | 35,400 |
Pharmacist grade III | 29,200 |
Egg technician | 25,500 |
Lady health visitor | 25,500 |
Lab assistant grade II | 21,700 |
RRB Paramedical Recruitment 2024 Eligibility Criteria: কারা আবেদনের যোগ্য
বয়স সীমা: আগ্রহী আবেদনকারীদের বয়স নূন্যতম ১৮ বছর থেকে ৪২ বছরে মধ্যে থাকলে আবেদন করা যাবে। তবে মনে রাখবে এখানে প্রত্যেক পদের জন্য আলাদা বয়স সীমা আছে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী যেমন বয়সের ছাড় থাকে তেমনি ছাড় থাকবে।
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য প্রার্থীদের পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে। তাই এই বিষয়ে ডিটেল জানার জন্য অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন পর্যালোচনা করুন তারপর আবেদন করুন।
স্কলারশিপ: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা
How to apply for the RRB Paramedical Recruitment 2024 ( কিভাবে আবেদন করবে)
আবেদন পদ্ধতি: নিম্নে দেওয়া আবেদন পদ্ধতি অবলম্বন করলে আবেদনকারীরা সহজেই আবেদন করতে পারবে।
- প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট নেভিগেট করুন।
- তারপর নিজে নিজে মোবাইল নাম্বার এবং ইমেইল ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- এরপর হোম পেজে উল্লেখিত প্যারামেডিকেল নিয়োগ ২০২৪ অপশনে ক্লিক করুন।
- আপনার বিশদ তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করুন।
- এবং নির্ধারিত আবেদন ফি প্রদান করে আবেদন পত্রটি জমা করুন।
নির্বাচন প্রক্রিয়া: RRB নিয়োগ ২০২৪ এর নির্বাচন প্রক্রিয়া নিম্নলিখিত পর্যায় গুলির মধ্যে সীমাবদ্ধ থাকবে।কম্পিউটার টেস্ট।নথিপত্র যাচাই করন।মেডিক্যাল পরীক্ষা।
আবেদন ফি: সাধারন/ওবিসি/ EWS: প্রার্থীদের জন্য ৫০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং বাকি সব প্রার্থীদের জন্য কোনো ফি জমা করতে হবে না।
আবেদনের তারিখ: আগ্রহ প্রার্থীদের আবেদন পত্র জমা করতে হবে আগামী ১৬/০৮/২০২৪ তারিখের মধ্যে।
আরও পড়ুন: ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগ,WB ICDS Anganwari Job Recruitment
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল নোটিস | Download PDF |
আবেদন লিংক | Apply Now |
অফিসিয়াল ওয়েবসাইট | rrbapply.gov.in |