RRB Recruitment 2024: সকল চাকুরি প্রার্থীদের কাছে আরও এক সুখবর। ভারতীয় রেলের পক্ষ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা সরকারী চাকরি কিংবা ভারতীয় রেলে চাকরি করার জন্য অপেক্ষা করে ছিল তাদের জন্য সুবর্ণ সুযোগ।
এক নজরে >>
সাম্প্রতিক ভারতীয় রেলের পক্ষথেকে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায় যে, আগামী জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় রেলের বিভিন্ন পদে বেশ কিছু কর্মী নিয়োগ হতে চলেছে। কোন কোন পদে কর্মী নিয়োগ হবে? এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে? কিভাবে আবেদন করবেন? মাসিক বেতন কত হবে? সবই বিস্তারিত থাকবে এই প্রতিবেদনে।
RRB Recruitment 2024: ৩০০০ শূন্যপদে রেলে স্টেশন মাস্টার নিয়োগ
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে আগামী জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত রেলের একাধিক পদে নিয়োগ করা হবে। এর মধ্যে উল্লেখ যোগ্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটগরিজ বা এনটিপিসি- গ্রাজুয়েট, এনটিপিসি- আন্ডারগ্রাজুয়েট, জুনিয়র ইঞ্জিনিয়ার, প্যারামেডিকেল ক্যাটাগরি।
এর পরে অক্টোবর থেকে ডিসেম্বর মাসে নেওয়া হবে লেভেল ওয়ান এবং মিনিস্টিরিয়াল ও আইসলেডেড ক্যাটাগরিতে কর্মী।
পরীক্ষা কবে হবে?
যে সকল চাকুরি প্রার্থী ভারতীয় রেলে চাকরি জন্য আবেদন করবে তাদের পরীক্ষা নেওয়া হবে। চলতি বছরের ২০২৪ ডিসেম্বর মাসে।
RRB Recruitment 2024: রেলে স্টেশন মাস্টার নিয়োগ বিস্তারিত
বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে গ্রুপ বেই পদে ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে সেই আরআরবি স্টেশন মাস্টার রিক্রুটমেন্ট হবে।
আরও পড়ুন: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা
শূন্যপদ
যার মোট শূন্য পদের সংখ্যা ৩০০০ টির বেশি।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক পাস হতে হবে।
ন্যূনতম বয়স কত চাওয়া হয়েছে?
যাঁরা স্টেশন মাস্টারের পদে আবেদন করতে চান তাদের ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স অবশ্যই ৩৬ বছর থাকতে হবে।
মাসিক বেতন কত হবে?
লেভেল সিক্স অনুযায়ী এখানে চাকরিপ্রার্থীদের মাসিক বেতন হবে ৬৭ হাজার ৫৫০ টাকা।
স্টেশন মাস্টারের এই পদে কী কী কাজ করতে হতে পারে?
- ট্রেন অপারেশন
- সেফটি এন্ড সিকিউরিটি
- ক্রাউড ম্যানেজমেন্ট
- কমিউনিকেশন
- রেকর্ড কিপিং
- কো-অর্ডিনেশন উইথ আদার ডিপার্টমেন্ট
- এমার্জেন্সি রেস্পন্স
কীভাবে কর্মী নিয়োগ করা হবে?
মোট চারটি পদ্ধতিতে এখানে কর্মী নিয়োগ করা হবে। প্রথম দুই পদ্ধতিতে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে। তারপর সিবিএটি এবং সবার লাস্ট মেডিকেল টেস্ট হবে।
নতুন আপডেট: Wb Govt Jobs Recruitment 2024: রাজ্যে ক্লার্ক ও সহায়ক পদে নিয়োগ শুরু, আবেদন করুন
পরীক্ষার সিলেবাস কী?
সাধারণ জ্ঞান থেকে থাকবে 40 নম্বরের প্রশ্ন, অংক থেকে থাকবে ৩০ নম্বরের প্রশ্ন, রিজনিং থেকে থাকবে ৩০ নম্বরের প্রশ্ন।
মোট সময় থাকবে ৯০ মিনিট।
আবেদন ফি কত?
এখানে যাঁরা পরীক্ষা দেবেন বিশেষ করে যারা রয়েছেন সাধারণ ক্যাটাগরির অন্তর্গত তাদেরকে মোট ৫০০ টাকা জমা দিতে হবে। যদি পরীক্ষায় বসলে তাহলে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে।
অফিসিয়াল সাইট | Click Here |
আমাদের সাইট | Click Here |