SCR Railway Apprentices Recruitment 2025: ভারতের সকল চাকরি প্রার্থীদের জন্য বিরাট খুশির খবর। সাউথ সেন্ট্রাল রেলওয়ে (SCR) এর পক্ষ থেকে শিক্ষানবিশ পদে নিয়োগ করার জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ৪২৩২ টি শূন্যপদে নিয়োগ করা হবে। যে সকল আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে ২৮/১২/২০২৪ তারিখে থেকে ২৭/০১/২০২৫ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে।
এক নজরে >>
এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? বয়স সীমা কত লাগবে? শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? সব কিছু বিস্তারিত থাকবে এই প্রতিবেদনে। তাই আর দেরি না করে প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আরও পড়ুন: BSF Sports Quota Recruitment 2024 Notification: ভারতীয় সেনাবাহিনীতে কর্মী নিয়োগ
SCR Railway Apprentices Recruitment 2025 Details: দক্ষিণ মধ্য রেলওয়েতে কর্মী নিয়োগ বিশ্লেষণ
সংস্থার নাম | সাউথ সেন্ট্রাল রেলওয়ে (SCR) |
পদের নাম | Apprentices |
মোট শূন্যপদ | ৪২৩২ টি |
অফিসিয়াল ওয়েবসাইট | scr.indianrailways.gov.in |
SCR Railway Apprentices Recruitment 2025 Criteria: দক্ষিণ মধ্য রেলওয়েতে কর্মী নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: সাউথ সেন্ট্রাল রেলওয়ে (SCR) নিয়োগ ২০২৪ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের প্রতিটি পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। যা নিচে ছকের মাধ্যমে আলোচনা করা হয়েছে।
ট্রেড | শিক্ষাগত যোগ্যতা |
---|---|
এসি মেকানিক | যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রি |
এয়ার কন্ডিশনিং | যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রি |
কার্পেন্টার | যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রি |
ডিজেল মেকানিক | যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রি |
ইলেকট্রনিক মেকানিক | যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রি |
ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স | যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রি |
ইলেকট্রিশিয়ান | যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রি |
ইলেকট্রিক্যাল (S&T) | যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রি |
পাওয়ার মেইনটেনেন্স (ইলেকট্রিশিয়ান) | যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রি |
ট্রেন লাইটিং (ইলেকট্রিশিয়ান) | যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রি |
ফিটার | যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রি |
মোটর মেকানিক ভেহিকল (MMV) | যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রি |
মেশিনিস্ট | যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রি |
মেকানিক মেশিন টুল মেইনটেনেন্স | যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রি |
পেইন্টার | যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রি |
ওয়েল্ডার | যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রি |
SCR Railway Apprentices Recruitment 2025 for Age Limit: দক্ষিণ মধ্য রেলওয়েতে কর্মী নিয়োগের জন্য বয়স সীমা
ট্রেড | বয়সসীমা |
---|---|
এসি মেকানিক | ১৫-২৪ বছর |
এয়ার কন্ডিশনিং | ১৫-২৪ বছর |
কার্পেন্টার | ১৫-২৪ বছর |
ডিজেল মেকানিক | ১৫-২৪ বছর |
ইলেকট্রনিক মেকানিক | ১৫-২৪ বছর |
ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স | ১৫-২৪ বছর |
ইলেকট্রিশিয়ান | ১৫-২৪ বছর |
ইলেকট্রিক্যাল (S&T) | ১৫-২৪ বছর |
পাওয়ার মেইনটেনেন্স (ইলেকট্রিশিয়ান) | ১৫-২৪ বছর |
ট্রেন লাইটিং (ইলেকট্রিশিয়ান) | ১৫-২৪ বছর |
ফিটার | ১৫-২৪ বছর |
মোটর মেকানিক ভেহিকল (MMV) | ১৫-২৪ বছর |
মেশিনিস্ট | ১৫-২৪ বছর |
মেকানিক মেশিন টুল মেইনটেনেন্স | ১৫-২৪ বছর |
পেইন্টার | ১৫-২৪ বছর |
ওয়েল্ডার | ১৫-২৪ বছর |
চাকরির খবর: Railway Ticket Seller Vacancy 2025: রেলে টিকিট সেলার কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন
How to apply SCR Railway Apprentices Recruitment 2025: কিভাবে আবেদন করবে
আবেদন পদ্ধতি: সাউথ সেন্ট্রাল রেলওয়ে (SCR) নিয়োগ ২০২৫ এর উল্লেখিত পদ গুলিতে যে সকল প্রার্থীরা আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের অবশ্যই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অনলাইনের মাধ্যমে। তারজন্য প্রার্থীদের নিচে দেওয়া কয়েকটি নির্দেশাবলী গুলি ভালো ভাবে ফলো করতে হবে।
- প্রথমে সাউথ সেন্ট্রাল রেলওয়ে (SCR) এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
- এরপর “Recruitment” বিভাগে ক্লিক করে অনলাইন আবেদন লিংকটি খুঁজতে হবে।
- তারপর নিজের ফোন নাম্বার ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর নিজের সমস্ত ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- তারপর অনলাইন পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।
- এই সমস্ত কিছু সঠিক ভাবে সম্পন্ন করার পর সাবমিট অপশনে ক্লিক করে জমা করতে হবে।
আবেদন ফি: সব প্রার্থীদের জন্য ১০০/- টাকা ফি প্রদান করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া (SCR Railway Apprentices Recruitment 2025 Selection Process)
দক্ষিণ মধ্য রেলওয়ে (SCR) শিক্ষানবীশ নিয়োগ ২০২৫ এর নির্বাচন প্রক্রিয়া তিনটি পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হবে।
- প্রথমে তাদের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট দেখে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে।
- তারপর সেই লিস্ট অনুযায়ী প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।
- এরপর একটি মেডিক্যাল পরীক্ষা করা হবে। যারা এই তিনটি পর্যায় সফল ভাবে পাশ করার পর চাকরির জন্য নির্বাচিত করা হবে।
আরও পড়ুন: Anandadhara Scheme: রাজ্য সরকার আনন্দধারা প্রকল্পে মহিলাদের 10 কোটি টাকা দিচ্ছে, কিভাবে আবেদন করবেন?
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু | ২৮/১২/২০২৪ তারিখে |
অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ | ২৭/০১/২০২৫ তারিখে |
গুরুত্বপূর্ন লিংক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
অনলাইনে আবেদন | আবেদন করুন |