অন্যান্য খবর

Summer Vacation School 2024: ফের বাড়লো গরমের ছুটি? হাঁফ ছেড়ে বাঁচলো শিক্ষক, পড়ুয়া

Summer Vacation School 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Summer Vacation School 2024: আবারো কি বাড়লো গরমের ছুটি? রাজ্যের একপ্রান্তে প্রচন্ড গরমে শিক্ষক থেকে পড়ুয়া সকলের নাজেহাল অবস্থা, রাজ্যের অপর প্রান্তে অনুকূল আবহাওয়া বিরাজমান। এমতবস্থায় রাজ্য শিক্ষা দপ্তর কে স্কুল বন্ধ রাখা নিয়ে অস্থিতিস্থাপক সিদ্ধান্ত গ্রহণ করতে হলো। গরমের ছুটি বৃদ্ধি করা হবে নাকি বিদ্যালয়ের পঠন-পাঠনের সময় পরিবর্তন করা হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলো রাজ্য শিক্ষা দপ্তর।

আরও পড়ুন: WB Clerk Recruitment 2024: অষ্টম শ্রেণি পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, অনলাইনে আবেদন শুরু

আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে আবহাওয়ার খামখেয়ালী। উত্তরবঙ্গ জুড়ে যখন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হওয়ায় ওয়েদার যেমন আরামদায়ক রয়েছে, সেখানে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হট এন্ড রাফ ওয়েদার। সময় বয়ে গেলেও এখনো মৌসুমি বায়ু এসে প্রবেশ করেনি বঙ্গে। দক্ষিণবঙ্গজুড়ে জেলাগুলিতে এখনো চলছে প্রচন্ড দাবদাহ। যেকারণে রীতিমতো পুড়ছে দক্ষিণের জেলাগুলির রাস্তাঘাট-বাড়িঘর। মূলত এল নিনোর প্রভাবেই এমনটা হচ্ছে বলে আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন।

Summer Vacation School 2024: ফের বাড়লো গরমের ছুটি? হাঁফ ছেড়ে বাঁচলো শিক্ষক, পড়ুয়া

এমনিতে চলতি বছরে গরমের তীব্রতার কারণে ২২শে এপ্রিল থেকেই অগ্রিম ছুটি পড়ে গিয়েছিল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে। সেই দীর্ঘ গরমের ছুটি কাটিয়ে ১০ই জুন খুলে গিয়েছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলি। তবে স্কুল খুললেও একটুও কমেনি গ্রীষ্মের প্রচন্ডতা। দক্ষিণের জেলাগুলিতে গরম এখনো দাপিয়ে বেড়াচ্ছে। তাই গরমে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ক্লাস করানো নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল স্কুল শিক্ষা দপ্তর।

রাজ্য শিক্ষা দপ্তর, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মাধ্যমিক শিক্ষা পর্ষদ কে নির্দেশ পাঠিয়েছে, রাজ্যের বিভিন্ন এলাকায় আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করে নির্দিষ্ট এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের সময় নির্ধারণ করতে পারবে সংশ্লিষ্ট স্কুলগুলি ।

নতুন আপডেট: Beti Padhao Scholarship 2024: ছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে ১২,০০০ টাকা!

প্রসঙ্গত উল্লেখ্য, এমনিতেই গরম এবং নির্বাচনী ছুটির কারণে অনেক ক্লাস নষ্ট হয়েছে পড়ুয়াদের। আবার এদিকে সেপ্টেম্বর মাস থেকেই শুরু হবে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার। তাই গরম থাকলেও স্কুল বন্ধ রাখার বিষয়ে সায় নেই শিক্ষা দপ্তরের। যেকোনও ভাবে সিলেবাস পূরণ করাই এখন মোদ্দা বিষয়। তাই স্কুল বন্ধের পরিবর্তে উষ্ণতাযুক্ত অঞ্চলগুলি তে স্কুল টাইম চেঞ্জ করে সকালের দিকে বিদ্যালয় খুলতে পরামর্শ দিয়েছে।

আপতত জুন মাসের অবশিষ্ট দিনগুলিতে প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে সংশ্লিষ্ট স্কুলগুলো চাইলে সকাল ৬ট-৭টা থেকেও শিক্ষার্থীদের ক্লাস করাতে পারে। এই বিষয়ে স্বাধীনতা স্কুলগুলো কে দিয়েছে WBBSE ও WBBP।

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update