বাংলার শিক্ষা

Summer Vacation School Reopen 2024: গরমের ছুটি শেষের আগেই খুলছে স্কুল! নতুন আপডেট

Summer Vacation School Reopen 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Summer Vacation School Reopen 2024: রাজ্যের প্রায় সর্বত্র গরম বেড়েই চলছিল। তারই জেরে তড়িঘড়ি সকল স্কুল – কলেজের ছুটি দিতে বাধ্য হয় রাজ্য সরকার। ছাত্র ছাত্রীরা যাতে স্কুলে এসে অসুস্থ্য হয়ে না পড়ে সেদিকে নজর রাখা হয়। তবে বর্তমানে গরম অনেকটাই কমে গিয়েছে।

রাজ্যজুড়ে কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্য আবহাওয়া কিছুটা পরিবর্তন হয়। এই পরিস্থিতিকে কেন্দ্র করেই গরমের ছুটি যাতে বাতিল করে দেওয়া হয় এমনটাই দাবি তুলেছেন অনেকে। যদিও বর্তমানে চলছে লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক জায়গাতেই অনেক স্কুল-কলেজে ছুটি দেওয়া হয়েছে।

আরও দেখুন: WB Gram Panchayat Recruitment 2024: ৬,৬৫২ শুন্যপদে গ্রাম পঞ্চায়েতে ফর্ম ফিলাপ শুরু হল! এইভাবে আবেদন করুন

Summer Vacation School Reopen 2024: গরমের ছুটির শেষের আগেই খুলছে স্কুল!

প্রথমে গরমের ছুটি পড়ার কথা ছিল মে মাসের ৬ তারিখ থেকে। যদিও অন্যান্য সময় মে মাসের ৯ তারিখ থেকে গরমের ছুটি দেওয়া হয়। এবারে এপ্রিলে গরম বেড়ে যাওয়ায় হঠাৎ ২২শে এপ্রিল থেকে স্কুল বন্ধের ঘোষণা করে দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। অন্যদিকে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের দ্বারা প্রকাশিত ছুটির বার্ষিক তালিকা অনুযায়ীও গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল মে মাস থেকেই।

গরম কিছুটা কমতে (Summer Vacation School Reopen 2024) স্কুল খোলার দাবি জানানো হয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষা সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি গুলির তরফ থেকে। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে ছুটি যাতে বাতিল করা হয় সেই নোটিশ ও পাঠানো হয়ে গিয়েছে এমনটাই খবর সূত্রে জানা যাচ্ছে।

আরও দেখুন:WBPSC Recruitment 2024: রাজ্যের ২৩টি জেলা থেকে সুপারভাইজার সহ বহু পদে কর্মী নিয়োগ শুরু, আবেদন করুন

যেহেতু বর্তমানে প্রবল তাপপ্রবাহ নেই তাই পুনরায় যাতে স্কুল শুরু করা যায় সেই বিষয়ে খতিয়ে দেখা হবে। ভবিষ্যতে যদি তাপ প্রবাহ বাড়ে তাহলে সেই সময় না হয় স্কুল আবারো ছুটি দিয়ে দেওয়া হবে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এই বিষয়ে জানিয়েছেন গরম বাড়লে কয়েকদিন ছুটি দেওয়া যেতে পারে!

যেহেতু উচ্চ মাধ্যমিক স্তরে ইতিমধ্যেই শুরু হয়েছে সেমিস্টার প্রক্রিয়া, তাই অনেকটা বদলে গিয়েছে পড়াশোনার ধরণ। ঠিকঠাক স্কুল না হলে অনেকেরই পড়াশোনা নিয়ে বুঝতে অসুবিধা হবে।

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Prabir

আমার নাম প্রবীর। আমি Wbexamalert এর এডমিন এবং সকল writing এর দেখাশোনা করি। স্কুল-কলেজ, চাকরি, স্কলারশিপ সমস্ত বিষয়ে পোস্ট লিখি। এছাড়াও আমি একজন Wordpress Developer ও SEO Expert.

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update