সরকারী চাকরী

UBKV Recruitment 2025: শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ চলছে!

UBKV Recruitment 2025: শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ চলছে!
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

UBKV Recruitment 2025: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের কাছে নতুন সুখবর। উত্তর বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় (UBKV) এর পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের ২৩টি জেলা থেকেই এখানে আবেদন করা যাবে।যেখানে প্রার্থীরা যদি চাকরী পান তাহলে বেতন মাসিক ১৫,০০০/- টাকা পাবেন। 

এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, কি কি ডকুমেন্ট লাগবে সবকিছু বিস্তারিত আলোচনা থাকছে এই প্রতিবেদনে। অবশ্যই বিজ্ঞপ্তিটি শেষ পর্যন্ত ভালো করে দেখে নিন।

UBKV Recruitment 2025 Details: উত্তর বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ

  • পদের নাম: paramedic কর্মী 
  • শূন্যপদের সংখ্যা: এখানে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।
  • মাসিক বেতন: যে সকল প্রার্থীরা এই পদে চাকরি জন্য বাছাই হবে তাদের মাসিক ১৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আর পড়ুন: Bank Of Baroda Job Recruitment: ব্যাংকে কর্মী নিয়োগ শুরু, মাসিক বেতন 48,000 টাকা

UBKV Recruitment Criteria: কী কী যোগ্যতা প্রয়োজন 

শিক্ষাগত যোগ্যতা: উত্তর বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় (UBKV) এর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অনুসারে যে সকল কর্মী এখানে আবেদন করবে তাদেরকে যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।

বয়স সীমা: উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

How To Apply UBKV Recruitment: কিভাবে আবেদন করবেন 

  • এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কোনো অনলাইন বা অফলাইন ফর্ম জমা করতে হবে না। সরাসরি ইন্টারভিউর দিন নিজের সমস্ত ডকুমেন্ট গুলি নিয়ে উপস্থিত হলেই চলবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট: শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র, বয়সের প্রমাণ পত্র, পাসপোর্ট সাইজ ফটো, জাতি গত সার্টিফিকেট 

ইন্টারভিউর তারিখ: ২২/০৪/২০২৫

ইন্টারভিউর স্থান: রেজিষ্টার চেম্বার, উত্তর বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পুন্ডি বাড়ি কোচবিহার ৭৩৬১৬৫

চাকরির খবর: Kolkata Metro Rail Recruitment 2025: কলকাতা মেট্রোতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ শুরু

কিভাবে নির্বাচন করা হবে 

  • উত্তর বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় (UBKV) নিয়োগ ২০২৫ এর নির্বাচন প্রক্রিয়াটি হচ্ছে ইন্টারভিউ।

গুরুত্বপূর্ণ তারিখ

  • ইন্টারভিউর তারিখ (ubkv recruitment 2025 interview): ২২/০৪/২০২৫

গুরুত্বপূর্ন লিংক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটView Now
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
চাকরির খবর Click Here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Prabir

আমার নাম প্রবীর। আমি Wbexamalert এর এডমিন এবং সকল writing এর দেখাশোনা করি। স্কুল-কলেজ, চাকরি, স্কলারশিপ সমস্ত বিষয়ে পোস্ট লিখি। এছাড়াও আমি একজন Wordpress Developer ও SEO Expert.

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

error: Content is protected !!

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update