WB 10th Pass Jobs 2024: পশ্চিমবঙ্গের সকল বেকার যুবক-যুবতীদের জন্য রইল নতুন সুখবর। স্কিল ইন্ডিয়ায় নতুন করে শুধুমাত্র প্রশিক্ষণের মাধ্যমে প্রায় ৫০০০ শূন্যপদে বিভিন্ন পদে নিয়োগ করছে। যেসকল প্রার্থীরা এখানে আবেদন করবে তাদেরকে এই প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীদের স্টাইপেন্ড দেওয়া হবে।
এক নজরে >>
যে সকল আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করার জন্য ইচ্ছুক তারা কিভাবে আবেদন করবে? কি কি ডকুমেন্ট লাগবে? বেতন সীমা কত থাকবে? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে।
নতুন চাকরি: WB Data Entry Operator Recruitment 2024, সরকারি দপ্তরে ডাটা এন্ট্রির কাজে ছেলে মেয়ে নিয়োগ
WB 10th Pass Jobs 2024: মাধ্যমিক পাশে স্কিল ইন্ডিয়া চাকরি
পদের নাম: স্কিল ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করছে।
মোট শূন্য পদ: এখানে বিভিন্ন পদ মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ৫০০০ টি।
WB 10th Pass Jobs 2024 Eligibility Criteria: কারা আবেদন করতে পারবে
শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী চাকরি প্রার্থীদেরকে যেকোনো সরকারি স্কুল থেকে নুন্যতম মাধ্যমিক পাশের পাশাপাশি যেকোনো ট্রেডে ITI পাশ যোগ্যতা থাকা প্রয়োজন ।
বয়স সীমা: বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের বয়স নূন্যতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে থাকতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী তপশিল জাতির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
স্কলারশিপ: SAIL Recruitment 2024: স্টিল কোম্পানিতে প্রচুর কর্মী নিয়োগ চলছে!
How to apply for the WB 10th Pass Jobs 2024: কিভাবে আবেদন করবে
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে।
- প্রথমে আবেদনকারীরা www.apprenticeshipindia.gov.in অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন এবং প্রয়োজনীয় নথিপত্র গুলো সাইজ মতো আপলোড করবেন।
- তারপর সাবমিট বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে দিবেন।
আবেদন ফী: এখানে আবেদন করার জন্য এসটি, এসসি ও মহিলা ক্যাটাগরির প্রার্থীদের কাছ থেকে কোন রকম আবেদন ফী লাগবেনা। তবে অন্যান্য ক্যাটাগরির প্রার্থীর কাছ থেকে ১০০/- টাকা আবেদন মুল্য চার্জ করা হবে। অনলাইনের মাধ্যমে আবেদন মুল্য প্রদান করতে হবে।
এসটি (ST), এসসি (SC), Woman (মহিলা ) | Free |
অন্যান্য ক্যাটাগরি | ১০০/- |
Mock Test: মাধ্যমিক ইতিহাসের Mock Test অধ্যায় ১ পার্ট ১|Madhyamik history Chapter 1 Mock Test Part 1
আবেদনের সময়সীমা: আবেদনকারীরা এখানে আগামী ২২ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
গুরুত্বপূর্ন লিংক
অফিসিয়াল নোটিস | Download PDF |
আবেদন লিঙ্ক | Apply Now |
অফিসিয়াল ওয়েবসাইট | www.apprenticeshipindia.gov.in |
সরকারি চাকরি | Click Here |