WB College Admission Details: চলতি বছরের উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষা অনবরত রাখার জন্য কলেজে ভর্তি হওয়া নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করল উচ্চ শিক্ষা দপ্তর। স্নাতক স্তরে পড়ুয়াদের ভর্তির জন্য এবার একটি সেন্ট্রালাইজ পোর্টাল চালু করেছিল রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। এই পোর্টাল চালু করায় অনেক ছাত্র ছাত্রীদের অনেকটা সুবিধা হয়েছে। কারণ এই পোর্টালের মাধ্যমে সহজেই ছাত্র ছাত্রীরা তাদের পছন্দ মতো কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল।
এক নজরে >>
অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া পড়ুয়াদের পরিসংখ্যান অনুযায়ী এখনও বহু সংখ্যক কলেজে বিপুল পরিমাণে আসন খালি রয়েছে। এই সমস্যা সমাধানের জন্য সচেষ্ট হলো উচ্চ শিক্ষা দপ্তর।
নতুন চাকরি: WB Railway Job Vacancy 2024: ভারতীয় রেলে নতুন কর্মী নিয়োগ, আবেদন শুরু হল
WB College Admission Process Update: কলেজে ভর্তির নতুন পদ্ধতি
শিক্ষা দপ্তরের কাছথেকে পাওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায় যে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এই অনলাইনের মাধ্যমে ভর্তি শেষ তারিখ ৭ সেপ্টেম্বর। দপ্তরের নির্দেশিকা অনুযায়ী ৭ সেপ্টেম্বরের পরে, দুটি পর্যায়ে অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তি শেষ হওয়ার পর ফাঁকা থাকা আসনে কলেজগুলি নিজেদের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের ভর্তি করাতে পারবে। তবে এই প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় কলেজের নিজস্ব অনলাইন পোর্টালের মাধ্যমে পছন্দমত করছে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা।
WB College Admission Details
সংশ্লিষ্ট এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছেন একাধিক কলেজ অধ্যক্ষ। তাদের বক্তব্য, এই সমস্ত ফাঁকা আসনে পড়ুয়া ভর্তি অভিন্ন পোটালের ( wbcap.in) মাধ্যমে হলেই ঠিক ছিল। বর্তমানে পড়ুয়াদের ভর্তির জন্য প্রতিটি কলেজকে ফের নিজেদের পোর্টাল চালু করতে হবে।
এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ৭ আগস্ট থেকে স্নাতক স্তরের ক্লাস শুরু হয়ে গেছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চালু রাখলে যারা পরবর্তী সময়ে ভর্তি হবে তাদের ক্লাস শুরু হবে পুজোর ছুটির পর অর্থাৎ নভেম্বরে। একই বিষয়ের উপর নির্দিষ্ট সংখ্যক পড়ুয়াকে আলাদা করে ক্লাস করাতে গেলে প্রতিটি কলেজ কর্তৃপক্ষকে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হবে।
স্কলারশিপ: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা
সংশ্লিষ্ট এই বিষয়গুলি নিয়ে এখনো টানাপোড়েন চলছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং কলেজগুলির মধ্যে। সব মিলিয়ে ৭ সেপ্টেম্বরের পরে পড়ুয়াদের ভর্তি নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করে রাজ্যের কলেজগুলি, তা দেখার জন্য অপেক্ষা করছেন বহু সংখ্যক পড়ুয়া।
আরও পড়ুন: WB BSK Job Recruitment 2024: রাজ্যে সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ শুরু