WB Food SI Exam 2024: চলতি বছরে মার্চ মাসে অনুষ্ঠিত হয় ফুড SI পরীক্ষা। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই এসআই (SI) পরীক্ষার আয়জন করা হয়। তবে এই পরীক্ষাকে কেন্দ্র করে উঠে এসেছে অনেক দুর্নীতির অভিযোগ।
এক নজরে >>
WB Food SI Exam 2024: ফুড SI পরীক্ষার নোটিশ দিল, বড় সিদ্ধান্ত নীল PSC
গত মে মাসে ১৬ এবং ১৭ তারিখে মোট তিনটি শিফটে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা দিতে বসা পরীক্ষার্থীরা দেখেন যে বেশ কিছু পরীক্ষার্থী আগে থেকেই উত্তর পত্র নিয়ে পরীক্ষায় বসেছে। এমনকি, অনেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন পত্রের ছবি তুলে পাচার করেছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের করা হয়।
আরও দেখুন: রাজ্যে ক্লার্ক ও সহায়ক পদে নিয়োগ শুরু, আবেদন করুন
কলকাতা হাইকোর্ট সমস্ত ঘটনার বিচার বিবেচনা করে তার তাদের রায় জানিয়ে দিয়েছে। কলকাতা হাইকোর্টের মতামত অনুযায়ী জানা যায় যে, আগামী দিনে আপাতত পাবলিক সার্ভিস কমিশন ফুড এসআই তে নিয়োগ প্রক্রিয়া নিজেরা চালিয়ে যেতে পারবেনা।
WB Food SI Exam 2024: ফুড SI পরীক্ষার বড় সিদ্ধান্ত নীল PSC
এই ঘটনাকে কেন্দ্র করে মোট ১১ টি বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হয়। কলকাতা হাইকোর্ট পাবলিক সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়ে ছিল যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে হাইকোর্টের দেয় রায়ের pdf সরাসরি আপলোড করে দেওয়া হয়। পাবলিক সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশ যথাযথ পালন করে।
হাইকোর্টের দেওয়া pdf থেকে জানা যায় পুরো দুর্নীতির ঘটনা। কিভাবে এই পরীক্ষা নিয়ে দুর্নীতি হয়েছে এবং কিভাবে পরীক্ষার্থীর আন্দোলন করেছে। সকল বিষয় যথাযথ উল্লেখ রয়েছে।