সরকারী চাকরী

WB Gram Panchayat Job Apply Process 2024: গ্রাম পঞ্চায়েতে ৬৫৫২টি শূন্যপদে নিয়োগ শুরু?

WB Gram Panchayat Job Apply Process 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Job Apply Process 2024: পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় আপডেট। রাজ্যে ৬৫৫২টি শূন্য পদে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কিন্তু জুন মাস থেকে জেলাভিত্তিক আবেদন শুরু হওয়ার কথা ছিল আমরা প্রত্যেকেই দেখেছিলাম কর্মসংস্থান পেপারে উল্লেখ করা হয়েছিল। এখন পর্যন্ত আবেদন শুরু হয়নি কিন্তু কবে থেকে শুরু হবে। সকল চাকরি প্রার্থীদের মনে অনেক প্রশ্ন জাগছে । যা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন।

আরও জানুন: Railway TC Recruitment 2024: কোনো পরীক্ষা নেই, মাধ্যমিক পাশে আবেদন চলছে!

WB Gram Panchayat Job Apply Process 2024 Details: গ্রাম পঞ্চায়েতে ৬৫৫২টি শূন্যপদে নিয়োগ শুরু?

আমরা প্রত্যেকেই জানি OBC কাস্ট সার্টিফিকেট নিয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে আগমন চলছে। এইদিকে গ্রাম পঞ্চায়েত দপ্তরে যে শূন্য পদে নিয়োগের কথা

পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত দপ্তর গুলিতে ৬৫৫২ টি শূণ্য পদে বিভিন্ন দপ্তরে নিয়োগ হবে অনলাইনে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নতুন ওয়েবসাইট তৈরি করে অনলাইনে রেজিস্ট্রেশনও শুরু হয়ে গিয়েছে কিন্তু জেলা ভিত্তিক আবেদন এখনো শুরু হয়নি।

আরও খবর:WB Railway Job Vacancy 2024: ভারতীয় রেলে নতুন কর্মী নিয়োগ, আবেদন শুরু হল

জুন মাসে আবেদন শুরু হওয়ার কথা আমরা প্রত্যেকেই জানি কিন্তু আবেদন বিষয়ে অনেক সমস্যা রয়েছে তাই জুলাই মাসের প্রথম সপ্তাহে আবেদন শুরু হওয়ার কথা আমরা জানতে পারি বিভিন্ন খবর সূত্রের মাধ্যমে। ইতিমধ্যে কাস্ট সার্টিফিকেট বিষয়টা মিটমাট হয়ে গেলে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত দপ্তর গুলিতে আবেদন শুরু হবে।

নতুন আপডেট: Beti Padhao Scholarship 2024: ছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে ১২,০০০ টাকা!

সকল চাকরি প্রার্থীরা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত দপ্তরের পরীক্ষা নিয়ে বাড়িতে বসে সিলেবাস অনুযায়ী কমপ্লিট করতে পারেন পড়াশোনা বিষয় নিয়ে। খুব শীঘ্রই আবেদন শুরু হতে চলেছে ৬,৫৫২ টি শূন্যপদে

প্রয়োজনীয় লিংক

আবেদনের সাইট Click Here
নতুন চাকরির খবরClick Here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Prabir

আমার নাম প্রবীর। আমি Wbexamalert এর এডমিন এবং সকল writing এর দেখাশোনা করি। স্কুল-কলেজ, চাকরি, স্কলারশিপ সমস্ত বিষয়ে পোস্ট লিখি। এছাড়াও আমি একজন Wordpress Developer ও SEO Expert.

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update