সরকারী চাকরী

WB ICDS Recruitment 2024: মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হল!

WB ICDS Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB ICDS Recruitment 2024: পশ্চিমবঙ্গে সকল চাকরিপ্রার্থীর জন্য রইল আরও একটা নতুন বড় খুশির খবর। পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ এর পক্ষ থেকে নতুন করে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নূন্যতম মাধ্যমিক পাশ থাকলেই আবেদন করা যাবে। আগ্রহী চাকরি প্রার্থীদের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে আবারও নতুন করে আবেদন শুরু হয়েছে।

এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগেব? শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? সকল প্রকার প্রশ্নের উত্তর পাবে এই প্রতিবেদনে। তাই অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নতুন খবর: WB Computer Teacher Recruitment 2024: পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ!

WB ICDS Recruitment 2024: মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ

পদের নাম : (Integrated Child Development Services ) ICDS অঙ্গনওয়াড়ি কর্মী।

আবেদন শুরু তারিখ : আগামী ০৯/০৭/২০২৪ তারিখ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন শুরু হয়েছে।
আবেদন শেষ তারিখ : ০২/০৮/২০২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা খুব সহজে আবেদন নথিভুক্ত জানাতে পারবেন।

বয়স সীমা (WB ICDS age Limit )

এখানে আবেদন করার জন্য আবেদন কারীর বয়স নূন্যতম ১৮ বছর হতে হবে।

নতুন আপডেট: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা

শিক্ষাগত যোগ্যতা (WB ICDS Education Qualification)

চাকরি প্রার্থীরা ন্যূনতম (10th Pass) মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন। তবে, যে সকল চাকরি প্রার্থী ০১/০৮/২০২২ এর পূর্বে যোগদান করেছিলেন তাদের মাধ্যমিক পাস এবং ০১/০৮/২০২২ বা তারপরে ই যোগদান করেছিলেন তাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তাহলে আবেদনযোগ্য।

বেতন সীমা (WB ICDS Salary)

বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতার পরিমাণ মাসিক ৪,৫০০/- টাকা। তবে, অঙ্গনারী কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতিমাসে সাম্মানিক ভাতা প্রদান করা হচ্ছে অতিরিক্ত। বেতন বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: WB Clerk Recruitment 2024: অষ্টম শ্রেণি পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, অনলাইনে আবেদন শুরু

আবেদন পদ্ধতি ( How to apply WB ICDS REcruitment 2024)

১) চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে সম্পূর্ণ অফ লাইন এর মাধ্যমে।

২) আবেদন পত্রটি সঠিকভাবে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট সময়ের আগে সরাসরি মুখবন্ধ খামে ভরে জমা করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র :

  • জন্মের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • ৫ টাকা মূল্যের ডাক টিকিট
  • তিন কপি পাসপোর্ট ফটো
  • এছাড়া আর অন্যান্য

নতুন চাকরির খবর: Gramin Dak Sevak: পোস্ট অফিসে ৬২২২০টি শূন্য পদে কর্মী নিয়োগ!

নিয়োগ প্রক্রিয়া : চাকরি প্রার্থীদের এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে। লিখিত পরীক্ষার যে সমস্ত চাকরিপ্রার্থী উত্তীর্ণ হবে তাদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় লিংক

NotificationDownload
অফিসিয়াল সাইটClick Here
নতুন চাকরি খবরClick Here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Prabir

আমার নাম প্রবীর। আমি Wbexamalert এর এডমিন এবং সকল writing এর দেখাশোনা করি। স্কুল-কলেজ, চাকরি, স্কলারশিপ সমস্ত বিষয়ে পোস্ট লিখি। এছাড়াও আমি একজন Wordpress Developer ও SEO Expert.

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update