Wb Madhyamik result Date 2025: পশ্চিমবঙ্গ মাধ্যমিক 2025 এর ফলাফল প্রকাশ নিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে কৌতূহল তুঙ্গে। অধিকাংশ ছাত্র ছাত্রীদের মনে প্রশ্ন, কবে প্রকাশ হবে তাদের রেজাল্ট? ছাত্র ছাত্রীদের মনের এই জল্পনা দুর করতে আজকের এই প্রতিবেদন। সর্বশেষ আপডেট কবে প্রকাশ হবে ছাত্র ছাত্রীদের রেজাল্ট?
এক নজরে >>
Wb Madhyamik result Date 2025: মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে কি ঘোষণা করলো পর্ষদ?
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা (wbbse) পর্ষদ এখনো পর্যন্ত ফলাফল ঘোষণার কোন নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। যদিও পরীক্ষা শেষে হয়ে থেকে রেজাল্ট বের হওয়া পর্যন্ত প্রায় তিনমাস সময় লাগে।
আর পড়ুন: WBBSE Summer Vacation 2025: রাজ্যে আগাম গরমের ছুটি ঘোষণা, বড় আপডেট
উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এক সাংবাদিক সম্মেলনে বলেন যে মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পরেই দ্বিতীয় সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে। মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষথেকে কোন কিছু না জানালেও উচ্চ মাধ্যমিক সংসদের কাছ থেকে পাওয়া সূত্র থেকে তোমরা এটাই অনুমান করতে পারো।
ছাত্র ছাত্রীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য
- অফিসিয়াল ওয়েবসাইট https://wbbse.wb.gov.in/ ও https://wbresults.nic.in/ প্রতি নিয়ত চেক করো। রেজাল্টের নোটিফিকেশন এবং সমস্ত আপডেট সবার আগে এখানে আপডেট করা হবে।
- এছাড়া ও তোমার এই https://wbresults.nic.in/ সাইটে তোমাদের রেজাল্ট প্রকাশিত হলে সবার আগে চেক করতে পারবে।
আর পড়ুন: UBKV Recruitment 2025: শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ চলছে!
Wb Madhyamik result 2025: মাধ্যমিক পরীক্ষার নিয়ে আপডেট !
ইতিমধ্যে পর্ষদের সভা পতি জানিয়ে দিয়েছে পরীক্ষার খাতা মূল্যায়ন ও রেজাল্ট তৈরির প্রস্তুতি জোর কদমে চলছে। এই রেজাল্টের নম্বর সবার আগে অনলাইনে আপলোড করা হবে।
পরবর্তী অফিসিয়াল ভাবে ঘোষণা করে রেজাল্টের ডেট ঘোষণা করা হবে।