মাধ্যমিক

WB Madhyamik Result Date Check 2024: মাধ্যমিক রেজাল্ট ২ মে, কোন সাইটে দেখা যাবে?

WB Madhyamik Result Date Check 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Madhyamik Result Date Check 2024: দীর্ঘ প্রতীক্ষার ও দীর্ঘদিন চলা জল্পনা-কল্পনার পর অবশেষে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা হল। মাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনের প্রথম পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সুত্রে জানা গেছে, আগামী ২ মে, বৃহস্পতিবার প্রকাশিত হবে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলফল।

এবছর রাজ্যে মোট ৯ লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করেছিল। এবছর প্রশ্ন পত্র রোধ করা ছিল পর্ষদের কছে বড় চ্যালেঞ্জ। এবার প্রথম প্রশ্নপত্র রোধ করার জন্য কোড ব্যবহার করা হয়। সকল পরীক্ষা সিসিটিভি ক্যামেরার নজরদারিতে অনুষ্ঠিত হয়।

WB Madhyamik Result 2024 Date Announced: ২ মে ২০২৪ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে

বিষয় তথ্য
পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার বছর ২০২৪
মোট পরীক্ষার্থী প্রায় ৯ লক্ষ
রেজাল্ট প্রকাশের তারিখ ২ মে, বৃহস্পতিবার (২০২৪ সাল )

আরও জানুন: WB HS Result 2024: উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের দিন ঘোষণা!

তবে, এবছর শিক্ষা পর্ষদের এত করাকড়ি থাকার সত্তেও প্রশ্নপত্র ফাঁস রোধ করা যায়নি । কিছু অসৎ পরীক্ষার্থী পরীক্ষার সময় অনৈতিক ভাবে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠিয়ে দেয়। এমনকি, হোয়াটসঅ্যাপেও ঘরঘুড়ি করে। এর জের ধরে অনেকের পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল।

WB Madhyamik Result 2024 Link: ২ মে ২০২৪ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কোন সাইটে দেখা যাবে?

খবর সুত্রে যানা যায় যে, সকল পরীক্ষার্থীদের মার্কসিট ওয়েব সাইটে উপলোড করা হয়ে গিয়েছে। সকল পরীক্ষার্থী ওয়েব সাইটে তাদের পরীক্ষার ফলফল জানতে পারবে।

আশা করা হচ্ছে, ২ মে প্রকাশিত হওয়ার পর পরীক্ষার্থীরা প্রথমে অনলাইনে এবং পরে অফলাইনে তাদের ফলাফল জানতে পারবে। সকল দশটার পর রেজাল্ট ঘোষণা করা হবে তার পরথেকে সকল ছাত্র ছাত্রীর অনলাইনে তাদের রেজাল্ট দেখতে পারবে। তাদের এই রেজাল্ট দেখার জন্য visit করতে হবে পশ্চিমবঙ্গ শিক্ষার রেজাল্ট ওয়েবসাইট : https://wbresults.nic.in/

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update