সরকারী চাকরী

WB School Guest Teacher Recruitment 2024: রাজ্যের স্কুলে গেস্ট টিচার পদে নিয়োগ

WB School Guest Teacher Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB School Guest Teacher Recruitment 2024: রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের বিভিন্ন স্কুলে গেস্ট টিচার পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থী এখানে নিযুক্ত হওয়ার পূর্বে কোন কোন সাবজেক্টে নিয়োগ করা যাবে বিস্তারিত তথ্য নিম্নে উল্লেখ করা হয়েছে।

আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? বেতন সীমা কত থাকবে? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে।

নতুন আপডেট: WB Krishak Bandhu Online Appy 2024: কৃষক বন্ধু অনলাইনে আবেদন শুরু হল, আবেদন পদ্ধতি

WB School Guest Teacher Recruitment 2024 Eligibility: রাজ্যের স্কুলে গেস্ট টিচার পদে নিয়োগ

পদের নাম: এখানে ইংলিশ, জিওগ্রাফি, ইকোনমিক্স, হিন্দি, ফিজিক্স ইত্যাদি সাবজেক্টে নিয়োগ করা হবে। তবে আবেদন করার পূর্বে প্রতিবেদনটি ভালো করে পড়ুন।

বেতন সীমা: এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন উল্লেখ করা রয়েছে। বেতন সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেবে অথবা স্কুলে গিয়ে জেনে নিতে পারবে।

বয়স সীমা: এখানে যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করবে তাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এই বয়স হিসাব করতে হবে ০১ জুলাই ২০২৪ অনুযায়ী। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী যেমন বয়সের ছাড় থাকে তেমন ছাড় পাবে।

সরকারি চাকরি: ১১০০০ টাকা বেতনে নতুন কর্মী নিয়োগ,WB Land Office DEO Recruitment 2024

শিক্ষাগত যোগ্যতা: যেহেতু এখানে প্রত্যেকটি সাবজেক্ট এর জন্য আলাদা আলাদা টিচার নিয়োগ করা হবে। তাই যে চাকরিপ্রার্থী যে সাবজেক্টের জন্য আবেদন করবে তাকে সেই সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট ও বিএড থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেবেন।

How to apply for the WB School Guest Teacher Recruitment 2024

নিয়োগ প্রক্রিয়া: এখানে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। ইন্টারভিউ কবে কোথায় হবে সম্পূর্ণ তথ্য অফিসিয়াল ওয়েবসাইট অথবা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদন পদ্ধতি: আবেদনকারী প্রার্থীদের অফলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরমটি সম্পূর্ণ সঠিকভাবে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট সময়ের আগে নির্দিষ্ট ঠিকই নাই স্পিড পোস্ট অথবা নিজে গিয়ে সরাসরি হাতে হাতে জমা করতে পারবেন।

ঠিকানা: (Postal address- Project Officer cum District WelfareOfficer, Backward Classes Welfare & Tribal Development Department, Shivaji Road,Hakimpara, PO & Dist-jalpaigurim Pin-73510I)

স্কলারশিপ: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা

কি কি ডকুমেন্ট লাগবে: আবেদন করার সময় প্রার্থীদেরকে যে সমস্ত ডকুমেন্টগুলো সঙ্গে দিতে হবে। সেগুলি হল

  • বয়সের প্রমাণপত্র
  • পরিচয় পত্র
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ( যে বিষয়ে টিচিং এর জন্য আবেদন করবে সেই বিষয়ে সার্টিফিকেট, মার্কশিট সঙ্গে দিতে হবে
  • পড়ানো অভিজ্ঞতার প্রমাণ পত্র( যদি থাকে)

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ই আগস্ট ২০২৪ বিকাল ৫ টা পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন পত্র জমা করতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিংক

NotificationDownload
নতুন চাকরি খবরClick Here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update