সরকারী চাকরী

WB Zila Parishad Recruitment 2024: মাধ্যমিক পাশে রাজের জেলা প্রশাসনে প্রচুর কর্মী নিয়োগ!

WB Zila Parishad Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Zila Parishad Recruitment 2024: পচিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য রইল সবচেয়ে বড় সুখবর। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করা প্রার্থীদের জন্য চাকরির বিশাল সুযোগ। জেলা প্রশাসনের আওতায় জেলা ভিত্তিক কর্মী নিয়োগের দাবিতে একটি নতুন নোটিশ জারি হয়েছে। যেখানে প্রার্থীদের হেলপার, হাউস কিপার, হাউস ফাদার পদে নিয়োগ করতে চাইছে।

যে সকল আবেদন কারীর এখানে আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্ট লাগবে? বেতন, বয়স সীমা কত থাকবে ? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে।

নতুন খবর: WB Women and Child Development Recruitment 2024: পশ্চিমবঙ্গের মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ

WB Zila Parishad Recruitment 2024 Details: মাধ্যমিক পাশে রাজের জেলা প্রশাসনে প্রচুর কর্মী নিয়োগ

পদের নাম: উল্লেখিত বিজ্ঞপ্তি অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষথেকে প্রার্থীদের হেলপার, হাউস কিপার, হাউস ফাদার পদে নিয়োগ করা হবে।

মোট শূন্য পদ: এখানে মোট 12টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

বেতন সীমা: এখানে পদ অনুযায়ী বেতন সীমা আলাদা রাখা হয়েছে। তবে যে সকল চাকরি প্রার্থীরা চাকরি পাবে তাদেরকে শুরুতে প্রতিমাসে 12000/- টাকা থেকে 14000/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

WB Zila Parishad Recruitment 2024 Eligibility Criteria: কারা কারা আবেদন করতে পারবে

বয়স সীমা: বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানতে চাইলে প্রার্থীদের অবশ্যই পদ অনুযায়ী নির্দিষ্ট কিছু শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে। যা নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।

  • হেলপার ও হাউস কিপার : এই দুইটি পদের জন্য আবেদন করতে আগ্রহী প্রার্থীদের যেকোনো একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।
  • হাউস ফাদার : এই পদের ক্ষেত্রে আবেদন করতে আগ্রহ প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন: WB Gram Panchayat Exam Practice Mock set 02: গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস mock সেট ০২, বাছাই করা ১০ টি প্রশ্ন।

How to apply for the WB Zila Parishad Recruitment 2024: কিভাবে আবেদন করবে

আবেদন পদ্ধতি: যে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা নিম্নে দেওয়া ধাপ গুলি অবলম্বন করলে সহজেই আবেদন করতে পারবে।

  • প্রথমে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েব পেজে প্রবেশ করুন।
  • এরপর আপনার মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিয়ে নিবন্ধন করুন।
  • তারপর আপনার সমস্ত বিবরণ দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন।
  • এরপর যে সব ডকুমেন্ট গুলি চেয়েছেন সেগুলি স্ক্যান করে আপলোড করুন।
  • এবং সবার শেষে একবার যাচাই করে সাবমিট অপশনে আঘাত করে আবেদন পত্রটি জমা করুন।

আবেদনের শেষ তারিখ: যে সকল প্রার্থীরা আবেদন করতে আগ্রহী প্রার্থীদের আবেদন পত্র জমা করতে ১২/০৯/২০২৪ তারিখের মধ্যে।

স্কলারশিপ: WB Railway Job Vacancy 2024: ভারতীয় রেলে নতুন কর্মী নিয়োগ, আবেদন শুরু হল

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল নোটিসClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update