বাংলার শিক্ষা, অন্যান্য খবর

WBBSE Summer Vacation 2025: রাজ্যে আগাম গরমের ছুটি ঘোষণা, বড় আপডেট 

WBBSE Summer Vacation 2025: রাজ্যে আগাম গরমের ছুটি ঘোষণা, বড় আপডেট
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBBSE Summer Vacation 2025: বর্তমান বছরে চলতি বছরের শুরুতেই গরমের ছুটির ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। দিনের পর দিন গরমের তীব্রতা বেড়েই চলেছে। এপ্রিল মাস পড়তেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় একপ্রকার আগুন ঝরছে। গরম ভালোভাবে শুরুই হয়নি তাতেই ইতিমধ্যেই রাজ্যের বহু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। এই অসহনীয় পরিস্থিতিতে রাজ্য সরকার পড়ুয়াদের স্বাস্থ্যের দিক বিবেচনা করে স্কুল-কলেজে আগাম গরমের ছুটি ঘোষণা করল।

WBBSE Summer Vacation 2025

স্কুল বন্ধ থাকছে ৩০ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এক জরুরী বিজ্ঞপ্তি জারি করেছেন, যেখানে স্পষ্ট ভাবে জানানো হয়েছে যে সকল অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়ের গরমের ছুটি আগাম শুরু হচ্ছে ৩০ শে এপ্রিল ২০২৫ তারিখ থেকে।

অস্বাভাবিক গরমে বিপাকে পড়ুয়া ও অভিভাবকরা

আগে থেকেই আগাম সতর্কবার্তা দেওয়া ছিল আবহাওয়া দফতরের তরফ থেকে, সতর্কবার্তায় বলা হয়েছিল চলতি বছর গ্রীষ্ম হবে রেকর্ড হারে উষ্ণ। বসন্তের মাঝপথ থেকেই রাজ্যে শুরু হয়েছে প্রখর রোদের দাপট। একদিকে যেমন রোদের তাপ অন্যদিকে প্রচুর গরমও পড়ছিল। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে দিনের বেলায় রাস্তায় বের হওয়া অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে।

আর পড়ুন: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা

এই তীব্র গরমের জন্য শিশু ও কিশোরদের স্বাস্থ্যের ওপর এই গরমের প্রভাব পড়তে শুরু করেছে। বাড়ছে হিটস্ট্রোক ও ক্লান্তির ঘটনা। এই পরিস্থিতিতে রাজ্যের স্কুল কলেজগুলোতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ছাত্রছাত্রীরা প্রচুর কষ্ট করে স্কুল কলেজে যাচ্ছে।

শিক্ষক শিক্ষিকাদের জন্য বিশেষ নির্দেশ

গরমের ছুটিতে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরাও ছুটিতে থাকবেন। তবে তাদেরকে নিজের শর্তগুলি মানতে হবে।

  • MP. (S.E), 2025 সংক্রান্ত কাজে প্রয়োজন হলে সহায়তা করতে হবে।
  • স্কুল খোলার পর অতিরিক্ত ক্লাস নিতে হবে
  • ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষতিপূরণে প্রয়োজনে ব্যবস্থা নিতে হবে

চাকরির খবর: UBKV Recruitment 2025: শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ চলছে!

রাজ্যের সকল মাধ্যমিক বিদ্যালয়ের গরমের ছুটি 30 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে। তবে পাহাড়ি এলাকার স্কুলগুলি এই নির্দেশনার বাইরে থাকবে। শিক্ষক শিক্ষিকাদের দায়িত্বপূর্ণ সহায়তা প্রয়োজন করে দিতে হবে। পরবর্তীতে অতিরিক্ত ক্লাস নিয়ে পাঠ্য সম্পন্ন করাতে হইবে।

Notice Download Link
Notice PDF

এই সময় উপযোগী সিদ্ধান্ত ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রীষ্মের এই প্রহর তাপের প্রভাবে যদি সুস্থ রাখতে রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। ছুটিতে থাকলেও দায়িত্ব পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে।

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Prabir

আমার নাম প্রবীর। আমি Wbexamalert এর এডমিন এবং সকল writing এর দেখাশোনা করি। স্কুল-কলেজ, চাকরি, স্কলারশিপ সমস্ত বিষয়ে পোস্ট লিখি। এছাড়াও আমি একজন Wordpress Developer ও SEO Expert.

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

error: Content is protected !!

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update