WBPSC Clerkship Recruitment 2024: রাজ্যের সকল আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। WBPSC -এর পক্ষথেকে নতুন ক্লার্কশিপ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত বছর ডিসেম্বর মাসে শেষ ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যার পার্ট ওয়ান পরীক্ষা এ বছর নেওয়া হয়েছে। যদিও সেই পরীক্ষার ফলাফল এখনো বাকি রয়েছে এবং তার পাশাপাশি পার্ট টু ও অন্যান্য নিয়োগ প্রক্রিয়া বাকি রয়েছে। তারপরেও ইতিমধ্যে WBPSC এ তরফে নতুন করে ক্লার্কশিপ পরীক্ষা নেওয়ার ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের ২৩ জেলা থেকে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
এক নজরে >>
এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? বয়স সীমা কত লাগবে? শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? সব কিছু বিস্তারিত থাকবে এই প্রতিবেদনে। তাই আর দেরি না করে প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আরও পড়ুন: Kolkata Airport Job Recruitment 2024: মাধ্যমিক পাশে কলকাতা এয়ারপোর্টে চাকরি
WBPSC Clerkship Recruitment 2024 Details: WBPSC -র মাধ্যমে Clerkship নিয়োগের বিজ্ঞপ্তি
পদের নাম: WBPSC দপ্তরের পক্ষথেকে ক্লার্কশিপ পরীক্ষা আয়োজন করা হবে। তবে এখনো পর্যন্ত এর বিস্তারিত নোটিফিকেশন জারি করা হয়নি যার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।
তবে পূর্ববর্তী নিয়োগ নোটিশ অর্থাৎ ২০২৩ সালের ক্লার্কশিপ পরীক্ষার বিস্তারিত নোটিশ অনুযায়ী নীচে আলোচনা করা হলো-
বয়স সীমা: যে সকল যোগ্য প্রার্থীর আবেদন করবেন তাদের বয়স থাকা দরকার ন্যূনতম ১৮ বছর এবং সাধারণত সর্বাধিক ৪০ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হবে।
স্কলারশিপ: PM Yashasvi Scholarship 2024: কেন্দ্রীয় সরকারের এই স্কলারশিপে আবেদন করলে পাবেন ৭৫,০০০ টাকা
WBPSC Clerkship Recruitment 2024 criteria: WBPSC -র মাধ্যমে Clerkship নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: পূর্ববর্তী নোটিশ অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং তার পাশাপাশি কম্পিউটার নলেজ থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে ২০ টি এবং বাংলায় ১০টি শব্দ টাইপিং স্পিড থাকতে হবে।
বেতন সীমা: উল্লেখিত পদের জন্য উপযুক্ত বেতন দেওয়া হবে। তবে আবেদনের পূর্বে অফিসিয়াল নোটিফিকেশন দেখে তারপরে আবেদন করবে।
How to Apply for WBPSC Clerkship Recruitment 2024: কিভাবে আবেদন করবে
আবেদন পদ্ধতি: WBPSC এর প্রতি নিয়োগের ক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন পত্র গ্রহণ করা হয়ে থাকে –
- সবশেষে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে
- প্রথমে প্রার্থীদের WBPSC অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে
- এরপর বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিস্তারিত পড়ে নিতে হবে
- তারপর প্রার্থীকে রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট লিংকে ক্লিক করতে হবে
- রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পাদন হওয়ার পরে প্রার্থীকে লগইন করে পুরো ফর্ম ফিলাপ প্রক্রিয়া শুরু করতে হবে
- জরুরী সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে
- এরপর প্রার্থীকে নির্দেশ মতো নির্দিষ্ট সাইজে ফটো ও সিগনেচার আপলোড করতে হবে
- এরপর প্রার্থীকে আবেদন মূল্য ক্যাটাগরি অনুযায়ী প্রযোজ্য হলে জমা করতে হবে
আবেদন মূল্য : এক্ষেত্রে প্রার্থীদের ক্যাটাগরি অনুযায়ী আবেদনমূল্য প্রযোজ্য হতে পারে। যেহেতু বিস্তারিত নোটিফিকেশন জারি করা হয়নি, তাই বিস্তারিত নোটিশ থেকেই আবেদন মূল্য দেখে নিতে পারবেন।
সরকারী চাকরি: WB Health Job Recruitment 2024: স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন
নিয়োগ প্রক্রিয়া :
এক্ষেত্রে মোট তিন ধরনের প্রক্রিয়া অবলম্বন করে নিয়োগ করা হয়ে থাকে
- প্রথম পার্ট
- দ্বিতীয় পার্ট
- কম্পিউটার টেস্ট ও টাইপিং টেস্ট
প্রথম ধাপ | প্রার্থীদের জন্য অবজেক্টিভ টাইপ প্রশ্নের মাধ্যমে ইংরেজি অংক ও জেনারেল স্টাডিজ এই তিন বিষয় থেকে মোট ১০০ নম্বরের ভিত্তিতে যাচাই করা হবে। |
দ্বিতীয় ধাপ | সফল প্রার্থীদের ইংরেজি এবং সঙ্গে মাতৃভাষার বিষয়ের উপর ভিত্তি করে ডিসক্রিপটিভ প্রশ্নের মাধ্যমে যাচাই করা হবে। |
শেষ ধাপ | কম্পিউটার টেস্ট ও টাইপিং টেস্ট নিয়ে প্রার্থীকে ফাইনাল মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ করা হবে। |
Note: WBPSC Clerkship Exam 2024 এর সংক্রান্ত অফিসিয়াল নোটিশ বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। সংবাদমাধ্যম থেকে ইনডেকেটিভ নোটিশ অনুযায়ী এই প্রতিবেদন রচনা করা হয়েছে। বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইট রেগুলার ভিজিট করবেন।
গুরুত্বপূর্ন লিংক
অফিসিয়াল ওয়েবসাইট | psc.wb.gov.in |
সরকারি চাকরি | Click Here |