WB Krishak Bandhu Online Appy 2024: পশ্চিমবঙ্গের সকল কৃষকদের জন্য একটি বড় সুবর্ণ সুযোগ। বহুদিন থেকে কৃষক বন্ধুর প্রকল্পের আবেদন অফলাইনের মাধ্যমে করতে হতো। বর্তমানে কৃষক বন্ধুর প্রকল্পের আবেদন অনলাইনের মাধ্যমে শুরু হলো। এখন ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে নিজের কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করতে পারবে।
এক নজরে >>
সরকারি চাকরির খবর: WBSEDCL New Job Recruitment 2024: বিদুৎ অফিসে নতুন কর্মী নিয়োগ শুরু!
WB Krishak Bandhu Online Appy 2024: কৃষক বন্ধু অনলাইনে আবেদন শুরু হল
কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে অনলাইনে আবেদন করবে? কি কি ডকুমেন্ট লাগবে। যারা নতুন এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চাও তারা কিভাবে আবেদন করবে। সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে। অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালো ভাবে পড়ে আবেদন করবে।
অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন পদ্ধতি
১) সর্বপ্রথম গুগলে গিয়ে কৃষক বন্ধু সার্চ করতে হবে। কৃষক বন্ধু লেখার নিচে রেজিস্ট্রেশন ফর্ম অপশনে ক্লিক করতে হবে।
২) এরপর ভোটের নম্বর বসিয়ে চেক ভোটার অপশনে ক্লিক করতে হবে।
৩) তারপর নিজের মোবাইল নম্বর বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপি দিয়ে কনফার্ম otp-তে ক্লিক করে নেক্সট পেজে যেতে হবে।
নতুন চাকরি: WB Utkarsh Bangla Job Recruitment 2024: রাজ্যে উৎকর্ষ বাংলায় নতুন চাকরি
আবেদনকারী প্রার্থীদের ৬টি ধাপে ফর্ম ফিলাপ করতে হবে। নিম্নে উল্লেখ করা হয়েছে ধাপ গুলির নাম।
- Farmer Details
- Profile Details
- Bank Details
- Address Details
- Cultivable Land Details
মনে রাখবে এই প্রকল্পের আবেদন করার জন্য যে ডকুমেন্ট গুলি লাগবে অবশ্যই সেগুলো আপলোড করতে হবে অনলাইনের মাধ্যমে। একটি ডকুমেন্ট যদি মিস করে যাও তাহলে কিন্তু এই কিসের মধ্যে প্রকল্পে টাকা পাবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন করতে পারবে।
গুরুত্বপূর্ণ লিংক
Website Link | Click Here |
Online Apply | Click Here |
সরকারি চাকরির খবর | Click here |