সরকারী চাকরী

WBSEDCL New Job Recruitment 2024: বিদুৎ অফিসে নতুন কর্মী নিয়োগ শুরু!

WBSEDCL New Job Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBSEDCL New Job Recruitment 2024: বিদুৎ অফিসে কাজের সুযোগ সকল চাকরি প্রার্থীদের। যে সকল চাকরি প্রার্থীরা এই পদে চাকরি করার জন্য অপেক্ষা করেছিলে তাদের জন্য এটা একটা বড়ো সুখবর। বর্তমানে বিদ্যুৎ দপ্তরে অফিসে নতুন করে কর্মী নিয়োগের একটি চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে ও মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে।

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কি কি ডকুমেন্ট দিতে হবে? শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? বয়স কত থাকলে আবেদন করা যাবে? সকল প্রকার প্রশ্নের উত্তর পাবে এই প্রতিবেদনে। তাই অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নতুন চাকরি: WB Gram Panchayat Job Apply Process 2024: গ্রাম পঞ্চায়েতে ৬,৫৫২টি শূন্যপদে নিয়োগ শুরু?

WBSEDCL New Job Recruitment 2024: বিদুৎ অফিসে নতুন কর্মী নিয়োগ শুরু!

পদের নাম: এখানে নতুন করে ডাইরেক্টর পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে। আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিসটি মনোযোগ সহকারে দেখবেন।

বয়স সীমা (Age Limit)

যে সকল ইচ্ছুক আবেদনকারী এখানে আবেদন করবে তার বয়স সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা (WBSEDCL Job Educational Qualification)

আবেদনকারীকে অবশ্যই যেকোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ব্যাচেলার ডিগ্রী পাস করে থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। এ ছাড়াও বিস্তারিত যোগ্যতা বিষয়ে জানার জন্য অফিশিয়াল নোটিশটি ফলো করবেন।

স্কলারশিপ: WB Medhashree Scholarship 2024: মেধাশ্রী প্রকল্পে ছাত্র ছাত্রীদের একাউন্টে ৮০০টাকা দেওয়া শুরু! কারা পাবে দেখুন

কি ভাবে আবেদন করবেন?

আবেদন করতে পারবেন দুটি ধাপের মাধ্যমে অফলাইন অথবা ইমেইলের মাধ্যমে। বিজ্ঞপ্তিতে আবেদনপত্র পাঠানোর ঠিকানা উল্লেখ করা হয়েছে এর পাশাপাশি ইমেইল আইডি দেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে আপনারা আবেদন করবেন।

আবেদনের শেষ তারিখ

আগামী ২৬ শে জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবেন ইমেইলের মাধ্যমে।

আরও পড়ুন: WB 10th Pass Scholarship 2024: মাধ্যমিক পাশ থাকলেই পাবে 12000 টাকা

গুরুত্বপূর্ন লিংক

নোটিশ ডাউনলোড Download
নতুন চাকরির খবর Click Here

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Prabir

আমার নাম প্রবীর। আমি Wbexamalert এর এডমিন এবং সকল writing এর দেখাশোনা করি। স্কুল-কলেজ, চাকরি, স্কলারশিপ সমস্ত বিষয়ে পোস্ট লিখি। এছাড়াও আমি একজন Wordpress Developer ও SEO Expert.

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update