অন্যান্য খবর

LIC দপ্তরে কর্মী নিয়োগ, বেতন ৩২০০০, LIC Recruitment 2024

LIC Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

LIC Recruitment 2024: রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য সুখবর। বর্তমানে LIC HFL এর পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের যেকোনো রাজ্য থেকে আবেদন করা যাবে।

যে সকল আবেদনকারী এখানে আবেদন করবে তাদের কি কি ডকুমেন্ট লাগবে? বেতন সীমা কত থাকবে? কিভাবে আবেদন করবে? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে। অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নতুন আপডেট: WB Krishak Bandhu Online Appy 2024: কৃষক বন্ধু অনলাইনে আবেদন শুরু হল, আবেদন পদ্ধতি

LIC Recruitment 2024: LIC দপ্তরে কর্মী নিয়োগ

পদের নাম: এখানে LIC HFL এর পক্ষথেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদ নিয়োগ করা হবে।

মোট শূন্য পদ: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদ মোট 200টি কর্মী নিয়োগ করা হবে।

LIC HFL বেতন সীমা

এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আবেদনের পর চাকরিতে নিযুক্ত হলে তাকে ৩২০০০/- থেকে ৩৫২০০/- টাকা প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে ও তার সাথে নুন্যতম ৬০% নম্বরে সম্পন্ন করা থাকতে হবে তার সঙ্গে অবশ্যই দুবছরের কম্পিউটারে চালানো দক্ষতা ও থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।

নতুন চাকরি: ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগ,WB ICDS Anganwari Job Recruitment

বয়স সীমা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ০১/০৭/২০২৪ অনুযায়ী ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে।

কিভাবে আবেদন করবে

এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এ ছাড়া আরও বিষয় বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদের অনলাইনে টেস্ট ও ইন্টারভিউ মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। 

স্কলারশিপ: WB Medhashree Scholarship 2024: মেধাশ্রী প্রকল্পে ছাত্র ছাত্রীদের একাউন্টে ৮০০টাকা দেওয়া শুরু! কারা পাবে দেখুন

আবেদন শেষ তারিখ

আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যা শেষ হবে আগামী ১৪/০৮/২০২৪।

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল ওয়েবসাইট Click Here
অফিসিয়াল নোটিফিকেশন Click Here

নোটিশ ও সাজেশন: HS Education Suggestions 2025 (উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন 2025)

সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন -

Prabir

আমার নাম প্রবীর। আমি Wbexamalert এর এডমিন এবং সকল writing এর দেখাশোনা করি। স্কুল-কলেজ, চাকরি, স্কলারশিপ সমস্ত বিষয়ে পোস্ট লিখি। এছাড়াও আমি একজন Wordpress Developer ও SEO Expert.

Leave a Comment

Madhyamik, HS, And others Class Notes, WBJEE Preparation & Scholarship.

হোমপেজ

পড়াশোনা

চাকরি

স্কলারশিপ

Update