LIC Recruitment 2024: রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য সুখবর। বর্তমানে LIC HFL এর পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের যেকোনো রাজ্য থেকে আবেদন করা যাবে।
এক নজরে >>
যে সকল আবেদনকারী এখানে আবেদন করবে তাদের কি কি ডকুমেন্ট লাগবে? বেতন সীমা কত থাকবে? কিভাবে আবেদন করবে? সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই প্রতিবেদনে। অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নতুন আপডেট: WB Krishak Bandhu Online Appy 2024: কৃষক বন্ধু অনলাইনে আবেদন শুরু হল, আবেদন পদ্ধতি
LIC Recruitment 2024: LIC দপ্তরে কর্মী নিয়োগ
পদের নাম: এখানে LIC HFL এর পক্ষথেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদ নিয়োগ করা হবে।
মোট শূন্য পদ: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদ মোট 200টি কর্মী নিয়োগ করা হবে।
LIC HFL বেতন সীমা
এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আবেদনের পর চাকরিতে নিযুক্ত হলে তাকে ৩২০০০/- থেকে ৩৫২০০/- টাকা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে ও তার সাথে নুন্যতম ৬০% নম্বরে সম্পন্ন করা থাকতে হবে তার সঙ্গে অবশ্যই দুবছরের কম্পিউটারে চালানো দক্ষতা ও থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
নতুন চাকরি: ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগ,WB ICDS Anganwari Job Recruitment
বয়স সীমা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ০১/০৭/২০২৪ অনুযায়ী ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে।
কিভাবে আবেদন করবে
এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এ ছাড়া আরও বিষয় বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করতে পারেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের অনলাইনে টেস্ট ও ইন্টারভিউ মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
আবেদন শেষ তারিখ
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যা শেষ হবে আগামী ১৪/০৮/২০২৪।
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Click Here |
নোটিশ ও সাজেশন: HS Education Suggestions 2025 (উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন 2025)